চট্টগ্রাম শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

চট্টগ্রামে হাজারের দ্বারপ্রান্তে করোনা আক্রান্তের সংখ্যা

নিজস্ব প্রতিবেদক

২০ মে, ২০২০ | ১:৪৪ পূর্বাহ্ণ

গত দুই সপ্তাহ ধরে চট্টগ্রামে করোনাভাইরাসে আক্রান্তের হার ছিল গড়ে ১৫ শতাংশ। কিন্তু একদিনেই তা বেড়ে দ্বিগুণে গিয়ে পৌঁছেছে। গতকাল মঙ্গলবার চট্টগ্রামে করোনা আক্রান্তের হার ছিল প্রায় ৩০ শতাংশ । আক্রান্তের হার যদি এভাবে বৃদ্ধি পেতে থাকে তাহলে করোনার হটস্পট হয়ে ওঠবে বন্দর নগরী চট্টগ্রাম।

এদিকে, গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে আরও ১২৮ জন। যাদের মধ্যে চট্টগ্রামের রাউজান উপজেলা চেয়ারম্যান, দুই সাংবাদিক ও আট পুলিশ সদস্য রয়েছেন। এছাড়া আক্রান্তদের মধ্যে বরাবরের মতো চার চিকিৎসক, স্বাস্থ্য কর্মী ও ৬ শিশুও রয়েছেন। যাদের মধ্যে দুজনেই ৬ ও ৮ মাসের শিশু। চট্টগ্রামে এর আগেও পাঁচজন সাংবাদিক করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। যাদের মধ্যে একজনের স্ত্রীও করোনায় আক্রান্ত হন। এরমধ্যেই গতকাল আক্রান্ত হওয়া এ দুইজনসহ এখন পর্যন্ত সাংবাদিকদের মধ্যে আক্রান্তের সংখ্যা ৮ জনে দাঁড়িয়েছে।

তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় সর্বমোট চট্টগ্রামের ফৌজদারহাটের বিআইটিআইডি ও চট্টগ্রাম মেডিকেল কলেজ ল্যাবে সর্বমোট ৪৫৭ টি নমুনা পরীক্ষা করা হয়। যাতে সর্বমোট ১৩৩ জনের ফলাফল পজেটিভ আসে। এরমধ্যে চট্টগ্রামের ১২৮ জন রয়েছেন। বাকিদের মধ্যে কক্সবাজারের এক চিকিৎসক, নোয়াখালীর একজন ও লক্ষ্মীপুরের তিন জন রয়েছেন। এদিন চট্টগ্রাম ভেটেরিনারি এন্ড এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ের (সিভাসুর) রিপোর্ট প্রকাশ করা হয়নি। সর্বশেষ রাত ১২ টার দিকে যোগাযোগ করা হলে রিপোর্টটি আজ বুধবার প্রকাশিত হবে বলে স্বাস্থ্য বিভাগ থেকে জানানো হয়। গতকাল মঙ্গলবার রাতে এ তথ্য নিশ্চিত করেন চট্টগ্রাম জেলা সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি।

 তিনি পূর্বকোণকে বলেন, চট্টগ্রামে আক্রান্তদের মধ্যে নগরের ১১৫ জন এবং ১৩ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।

চট্টগ্রামে শনাক্ত যারা : বিআইটিআইডিতে শনাক্তদের মধ্যে হালিশহরের ৪০ বছরের পুরুষ, উত্তর খুলশির ৫৪ বছরের বৃদ্ধ, সীতাকুণ্ডের কদমরসুলের ৪০ বছরের পুরুষ, পতেঙ্গার নেভি হাসপাতাল গেটের ৬৫ বছরের বৃদ্ধা, একই পরিবারের ২৭ বছরের নারী, ২২ বছরের যুবতী, ১৭ বছরের তরুণ, পতেঙ্গা কাটগড় এলাকার এক পুরুষ, নেভি হাসপাতালের গেট এলাকার ৪৮ বছরের পুরুষ, সিমেন্ট ক্রসিং এলাকার ২৬ বছরের পুরুষ, ফটিকছড়ির ভুজপুরের ৪৫ বছরের পুরুষ, কোতোয়ালির ফিরিঙ্গিবাজারের ৪৮ বছরের পুরুষ, খুলশির ইমপেরিয়াল হাসপাতালে চিকিৎসাধীন ১৯ বছরের যুবক, সীতাকুণ্ডের শীতলপুরের ৪০ বছরের পুরুষ, হালিশহরের ৫৮ বছরের বৃদ্ধ, ভাটিয়ারির ৫৩ বছরের বৃদ্ধ, পাহাড়তলীর সরাইপাড়ার ৭০ বছরের বৃদ্ধ, সাগরিকার ৫৯ বছরের বৃদ্ধ, উত্তর খুলশির ৪০ বছরের পুরুষ, আগ্রবাদের ২২ বছরের যুবক, সীতাকুণ্ডের শীতলপুরের ৪৯ বছরের পুরুষ, পাঁচলাইশের কাতালগঞ্জের ১১ বছরের শিশু, ৬২ বছরের বৃদ্ধ, দামপাড়ার ৩৮ বছরের পুরুষ, ২১ বছরের যুবক, দামপাড়া পুলিশ লাইনের ৫৫, ২৬, ২৩, ৩২, ৩৫, ৪০ বছরের ছয় পুলিশ সদস্য, সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরের ২১ বছরের যুবক, খুলশি ওর্য়ালেসের ৩৯ বছরের পুরুষ, ওয়াসা মোড়ের ৫০ বছরের বৃদ্ধ, পাহাড়তলীর লাকী হোটেল মোড়ের ৩৭ বছরের পুরুষ, ইপিজেডের কলসী দিঘীর পাড়ের ৬৭ বছরের বৃদ্ধ, বড়পোলের ৪০ বছরের পুরুষ, মৌসুমি আবাসিক এলাকার ৩৫ বছরের নারী, বাঁশখালীর বইলছড়ির একই পরিবরের ২৮ বছরের যুবক ও ৬০ বছরের বৃদ্ধ, ফৌজদারহাটের ১২ বছরের শিশু, হাটহাজারির এক নারী, লালখানবাজার এম এম আলী রোডের ২৭ বছরের যুবক, লালখানবাজারের চাঁনমারি রোডের ২৬ বছরের যুবক, ৩৭ বছরের পুরুষ, একই পরিবারের ৬৭ বছরের বৃদ্ধ, গরিবুল্লাহ শাহ হাউজিংয়ের কে বি এস বিল্ডিংয়ের ৪১ বছরের পুরুষ, লালখান বাজারের চাঁনমারী রোডের ৩৩ বছরের পুরুষ, ৬০ বছরের বৃদ্ধা, পাঁচলাইশের ষোলশহরের মমতাজ ভিলার ৪১ বছরের পুরুষ, একই বাসার ২৬ বছরের যুবক ও রাউজান উপজেলার পরিষদের চেয়ারম্যান (৬৬) রয়েছেন।

চট্টগ্রাম মেডিকেল কলেজের ল্যাবে শনাক্ত হওয়াদের মধ্যে দামপাড়া এক নম্বর গলির ৬০ বছরের বৃদ্ধ, বায়েজিদের ৪৩ বছরের নারী, কালুরঘাটের ২৮ বছরের পুরুষ, বাকলিয়ার ৩৬ ও ৩১ বছরের দুই পুরুষ, সিএন্ডবি কলোনির ২১ বছরের যুবতী, পতেঙ্গার ২৫ ও ৩৪ বছরের দুই নারী, ৩৪ বছরের পুরুষ, খাতুনগঞ্জের ৩৭ বছরের পুরুষ, আগ্রাবাদের ৪০ বছরের পুরুষ, ব্যাটারি গলির ২৪ বছরের নারী, বহদ্দারহাটের ৬২ বছরের বৃদ্ধ ও ২৬ বছরের যুবক, বাকলিয়ার তুলাতলির ৩১ বছরের পুরুষ, কোতোয়ালির ৩২ বছরের নারী, লালখানবাজারে ৪০ বছরের নারী, অক্সিজেন এলাকার ৫৫ বছরের বৃদ্ধ ও একই পরিবারের ২৬ বছরের নারী, পাঁচলাইশের ৩০ বছরের নারী, একই এলাকার একই পরিবারের ৩৩ বছরের নারী, ৭ বছরের শিশু, ৬ বছরের শিশু, ৫৮ বছরের নারী, অক্সিজেন এলাকার ২৬ বছরের নারী, লালখান বাজারের ৪০ বছরের নারী, নাসিরাবাদের ৪২ বছরের পুরুষ, ৪৭ বছরের নারী, ২৩ নম্বর নাসিরাবাদ এলাকার ৩৩ বছরের নারী, পাথরঘাটার ৩০ বছরের নারী ও ৫০ বছরের বৃদ্ধা, চট্টগ্রাম মেডিকেল কলেজের এক নারী চিকিৎসক, আন্দরকিল্লার ৪৫ বছরের নারী ও ৪০ বছর বয়সী পুরুষ, ৫৫ বছর বয়সী পুরুষ, চমেক হাসপাতালের অর্থপেডিক্সের ৫১ বছর বয়সী ডাক্তার, সন্দ্বীপ উপজেলার ২৪ বছরের যুবক ও ১৩ বছরের তরুণী, কোতোয়ালির ৪৪ বছর বয়সী পুরুষ, বাকলিয়ার ৬০ বছরের বৃদ্ধ, কোতোয়ালির ৩৪ বছরের নারী, পুকুরিয়ার ৩০ বছর বয়সী পুরুষ, পতেঙ্গার স্টিল মেইল এলাকার ২৭ বছর বয়সী নারী, বন্দর এলাকার তিনজন- ৫৮ বছরের পুরুষ, ১৭ বছরের যুবতী ও ৬ মাস বয়সী শিশু, কক্সবাজারের ৩৫ বছর বয়সী পুরুষ, পটিয়ার ৪৫ বছর বয়সী পুরুষ, মোহরার ৩৯ বছর বয়সী পুরুষ, বন্দর থানার ফকিরহাটের ৫৫ বছর বয়সী নারী, জেনারেল হাসপাতালের ৩০ ও ২৭ বছর বয়সী পুরুষ, বক্সিরহাট পুলিশ ফাঁড়িতে ৮ মাস বয়সী শিশু, নন্দনকাননের ৩৮ বছর বয়সী পুরুষ রয়েছেন। এছাড়া সদরঘাটে ৪০ বছর বয়সী পুরুষ, বক্সিরহাট পুলিশ ফাঁড়ির ৪০ বছর বয়সী পুরুষ ও ৩২ বছর বয়সী নারী, কোতোয়ালির রুমঘাটায় ৫২ বছরের নারী, খুলশি কলোনিতে ২০ বছর বয়সী যুবক, ফিরিঙ্গিবাজার এলাকার ৫৫ বছর বয়সী পুরুষ, বন্দরের ফকিরহাটে চারজন; ৩৩ ও ৩০ বছরের পুরুষ এবং একই এলাকায় ২৭ বছরের নারী ও ৫ বছর ৭ মাসের শিশু, খুলশী টিএন কলোনির নারী ও ৫০ বছর বয়সী নারী, ইপিজেডের ব্যাংক কলোনিতে ৩৫ বছর বয়সী নারী, পতেঙ্গার স্টিল মেইল এলাকার ৩৩ বছর বয়সী পুরুষ, হালিশহরের বড়পোল এলাকার ১৮ বছরের যুবতী, চৌমুহনীতে ৩০ বছর বয়সী নারী, বন্দরের গনাডেঙ্গা এলাকার ৪৪ বছর বয়সী নারী, পতেঙ্গার আকমর আলী রোড এলাকার ২৫ বছর বয়সী যুবক, কালুরঘাটের সিএন্ডবি কলোনিতে ২৬ বছর বয়সী নারী, ইপিজেডে ২৩ বছর বয়সী যুবক ও একই এলাকার ৩০ বছরের পুরুষ, বন্দর এলাকার ৩০ বছর বয়সী পুরুষ, ৩৬ বছরের নারী, বাদুরতলা এলাকার ৪২ বছর বয়সী নারী করোনায় শনাক্ত হয়েছেন।

গত ২৪ ঘন্টায় পরীক্ষা হওয়া ২৬২ জনসহ বিআইটিআইডি এ নিয়ে ৭ হাজার ৮৫ জনের নমুনা এবং সিভাসুর ল্যাবে ১ হাজার ৭২৩ টি নমুনা পরীক্ষা করা হয়। এছাড়া চট্টগ্রাম মেডিকেল কলেজের (চমেক) ল্যাবে এখন পর্যন্ত ৮৮৭ জনের নমুনা পরীক্ষা করা হয়। যারমধ্যে চট্টগ্রামে এখন পর্যন্ত ৯৭৩ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। এদের মধ্যে ইতোমধ্যে ১২০ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন এবং মৃত্যু হয়েছে ৪১ জনের।

 

পূর্বকোণ/ আইএইচআর- আরপি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট