চট্টগ্রাম শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

শ্রাদ্ধের অনুষ্ঠানে ম্যাজিস্ট্রেটের হানা, দরিদ্রদের বিলি করলেন খাবার

নিজস্ব প্রতিবেদক

১৭ মে, ২০২০ | ৫:০০ অপরাহ্ণ

লকডাউন অমান্য করে মৃত ব্যক্তির শ্রাদ্ধের আয়োজন করার অপরাধে এক পরিবারকে ১০ হাজার টাকা জরিমানা করেছে। অভিযানে বোয়ালখালী উপজেলার জৈষ্ঠ্যপুরা গ্রামে  শ্রাদ্ধের জন্য তৈরি খাবার দরিদ্র ও প্রতিবেশীদের বিলি করেছে  ভ্রাম্যমাণ আদালত। আজ রবিবার (১৭ মে) দুপুরে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মোজাম্মেল হক চৌধুরী অভিযান চালিয়ে এই জরিমানা করেন।

মোজাম্মেল হক চৌধুরী বলেন, ‘প্রায় ৫০০ মানুষের খাওয়ার আয়োজন করে মায়ের শ্রাদ্ধ অনুষ্ঠান করছিলেন জৈষ্ঠ্যপুরা গ্রামের উত্তম চৌধুরী। সরকারের নিষেধাজ্ঞা অমান্য করে এত লোক সমাগমের আয়োজনের বিষয়ে জানতে চাইলে তিনি অপরাধ স্বীকার করে নেন।’‘এ সময় তাৎক্ষণিকভাবে ধর্মীয় আচার ব্যতীত খাওয়ার আয়োজন বন্ধ করে দেয়া হয় এবং আয়োজক ব্যক্তিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়, অভিযানের কারণে থেকে যাওয়া ২৫০ লোকের খাবার আশপাশের গরিব ও প্রতিবেশীদের মাঝে বিতরণ করা হয়। তবে ধর্মীয় আচার অনুযায়ী মৃত্য ব্যক্তি আত্মার শান্তি কামনায় মন্ত্রপাঠ অনুষ্ঠান বন্ধ করা হয়নি।

পূর্বকোণ/- আরআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট