চট্টগ্রাম শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪

নগরীর আকবরশাহে সন্ত্রাসের বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক

১৪ মে, ২০২০ | ১১:১৮ অপরাহ্ণ

নগরীর আকবরশাহ থানা এলাকায় সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে মানববন্ধন করেছে এলাকাবাসী। আজ বৃহস্পতিবার (১৪ মে) সকালে ভুক্তভোগী এলাকাবাসীরা এ মানববন্ধন করেছে।

স্থানীয় সূত্রে জানা যায় , মহামারি করোনাভাইরাস দুর্যোগের মধ্যেও তারা এলাকায় সন্ত্রাসের শিকার হচ্ছেন। এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে জানানো হলেও তারা দৃশ্যমান কোন পদক্ষেপ নিচ্ছে না। যার কারণে মানববন্ধন করে ব্যবস্থা নেওয়ার অাবেদন জানানো হয়।

মানববন্ধনে নাম প্রকাশ না করার শর্তে এক ভুক্তভোগী জানান, স্থানীয় জাবেদ ও দিদারের নির্যাতনে অতিষ্ঠ তারা। জাবেদ ও দিদার দীর্ঘদিন ধরে সন্ত্রাস, মাদক বিক্রি, চাঁদা আদায়সহ নানান অপকর্ম করে আসছে। কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী কোনো পদক্ষেপ নিচ্ছে না। এ বিষয়ে থানা পুলিশকে অবহিত করা হয়েছে।

তবে এবিষয়ে প্রশাসনের নিকট কোন লিখিত অভিযোগ করেছেন কিনা এমন প্রশ্নের জবাবে এক নারী ভুক্তভোগী জানান, আমরা মৌখিকভাবে অনেকবার জানিয়েছি।

পূর্বকোণ / আরআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট