চট্টগ্রাম শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪

টেকনাফে ইয়াবাসহ ৭ রোহিঙ্গা যুবক আটক

কক্সবাজার সংবাদদাতা

১৪ মে, ২০২০ | ৩:৪৯ অপরাহ্ণ

কক্সবাজারের টেকনাফে সাড়ে তিনহাজার ইয়াবাসহ ৭ জন রোহিঙ্গাকে আটক করেছে র‌্যাব-১৫। টেকনাফ থানার কেরুনতলী এলাকা থেকে তাদেরকে আটক করা হয়েছে বলে বৃহস্পতিবার (১৪ মে) দুপুরে এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে র‌্যাবের সহকারী পরিচালক (মিডিয়া) আব্দুল্লাহ মোহাম্মদ শেখ সাদী।

বিজ্ঞপ্তিতে জানান, বুধবার (১৩ মে) দিবাগত রাতে টেকনাফের সাবরাং ব্রিজের উত্তর ও পশ্চিম পার্শ্বে খালি জায়গায় ইয়াবা ক্রয়-বিক্রয় অবস্থান করলে ধাওয়া করে ইয়াবাসহ ৭ রোহিঙ্গাকে আটক করা হয়।

এসময় তাদের দেহ তল্লাশি করে ৩ হাজার ৫’শ পিস ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য ১৭ লক্ষ পঞ্চাশ হাজার টাকা।

আটককৃত ৭ রোহিঙ্গা হলেন – টেকনাফের নয়াপাড়া শালবাগান জাদিমোড়া রোহিঙ্গা ক্যাম্পের আবুল হাসিম, নুর কবির, মো. জোবায়ের, বশির, জাফর আলম ও বালুখালী রোহিঙ্গা ক্যাম্পের ফরিদ আলম ও আবু তাহের।

আটককৃত রোহিঙ্গাদের পরবর্তী আইনি ব্যবস্থা শেষে টেকনাফ থানায় হস্তান্তর করা হবে এবং পলাতক আসামীদের গ্রেপ্তারের‌র‌্যাবের অভিযান অব্যাহত আছে বলে জানান।

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট