চট্টগ্রাম শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪

একদিন পর জানা গেল মৃত্যুর কারণ করোনা

নিজস্ব প্রতিবেদক

৯ মে, ২০২০ | ১২:৫৫ অপরাহ্ণ

চট্টগ্রামে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার নুরুল আলম (৬৫) নামে ওই বৃদ্ধের মৃত্যু হলেও একদিন পর তার শরীরে করোনাভাইরাসের সংক্রমণ থাকার বিষয়টি নিশ্চিত হয়েছে। এই বৃদ্ধসহ চট্টগ্রামে করোনাভাইরাসে আক্রান্তদের মধ্যে এখন পর্যন্ত মৃত্যুর সংখ্যা ১৬তে দাঁড়িয়েছে।

মৃত নুরুল আলম পাহাড়তলী বাঁচা মিয়া রোডের বাঁচা মিয়া কন্ট্রাক্টর বাড়ির মৃত জাফর আহমদের ছেলে।

জানা যায়, শ্বাসকষ্ট ও জ্বর নিয়ে ওই বৃদ্ধ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ফ্লু কর্ণারে ভর্তি হন গেল বুধবার ৷ পরদিন বৃহস্পতিবার সকালে নমুনা সংগ্রহ করা হলেও বিকেলেই মৃত্যু হয় তার।

বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম জেলা সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি পূর্বকোণকে বলেন, মৃত ব্যক্তির দেহ চমেক হাসপাতালে রাখা হয়েছে। করোনা শনাক্তের পর তা স্বাস্থ্য বিভাগের নিয়ম অনুযায়ী দাফন করা হবে। একই সাথে আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে আসাদের কোয়ারেন্টাইন নিশ্চিতের পাশাপাশি তাদের বাড়িও লকডাউনের ব্যবস্থা করা হবে।

পূর্বকোণ/আইএইচআর/

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট