চট্টগ্রাম শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

শনিবার থেকে চমেকে করোনা পরীক্ষা শুরু

অনলাইন ডেস্ক

৭ মে, ২০২০ | ৩:৫৪ অপরাহ্ণ

চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়ের (সিভাসু) দেওয়া পিসিআর মেশিনে শনিবার (৯ মে) থেকে চট্টগ্রাম মেডিকেল কলেজের ল্যাবে করোনা পরীক্ষা ‍শুরু হচ্ছে।

বৃহস্পতিবার (৭ মে) দুপুরে চট্টগ্রাম মেডিকেল কলেজের উপাধ্যক্ষ ডা. নাসির উদ্দিন মাহমুদ এ তথ্য নিশ্চিত করে বলেন, চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু) থেকে যে পিসিআর মেশিনটি দেওয়া হয়েছে তা ইতোমধ্যে ল্যাবে স্থাপন করা হয়েছে। আজ বৃহস্পতিবার (৭ মে) পরীক্ষামূলক ভাবে কিছু টেস্ট করা হচ্ছে। আশা করছি আগামী শনিবার থেকে আমরা করোনার নমুনা পরীক্ষা করতে পারব।

এর আগে গত ৪ মে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী বিপ্লব বড়ুয়ার অনুরোধে চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় থেকে একটি পিসিআর মেশিন ধার দেয়া হয় চমেক হাসপাতালে। পরের দিনই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ মেশিনটি হস্তান্তর করে।

চমেকে স্থাপন করা পিসিআর মেশিনে ত্রুটি ধরা পড়ায় অনিশ্চিত হয়ে পড়ে করোনা পরীক্ষা। পরে ত্রুটি সারাতে ওই দিনই মেশিনটি ঢাকায় পাঠানো হয়।

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট