চট্টগ্রাম শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

১০ চিকিৎসকসহ চমেকের ল্যাবে ২৪ ঘণ্টায় ১০১ জন করোনা শনাক্ত

বাঁশখালীর সেই চিকিৎসক করোনামুক্ত, শুক্রবার ছাড়া পেতে পারেন

নিজস্ব প্রতিবেদক

২৩ এপ্রিল, ২০২০ | ১১:৩৪ অপরাহ্ণ

চট্টগ্রামের বাঁশখালীর করোনা আক্রান্ত চিকিৎসক ডা. আসিফুল হকের তৃতীয় দফার নমুনা পরীক্ষায় করোনা নেগেটিভ এসেছে। নিজেই সেই কথা জানালেন তার ফেসবুকে একাউন্টে। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) রাত ১১টায় নিজ ফেসবুকে বিষয়টি জানিয়ে আসিফুল হক বলেন, আলহামদুলিল্লাহ, আপাততঃ করোনামুক্ত।’

জানতে চাইলে চট্টগ্রাম জেলা সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক আসিফুলের তৃতীয় দফার নমুনা পরীক্ষায় করোনা নেগেটিভ এসেছে। আশা করছি আগামীকাল শুক্রবার তাকে ছেড়ে দেয়া যাবে।’

প্রসঙ্গতঃ ডা. আসিফুল হকের করোনা শনাক্ত হয় গত ১৪ এপ্রিল। এর আগে সর্বশেষ গত ৭ এপ্রিল রাতে ও ৮ এপ্রিল সকালে বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে দায়িত্ব পালন করেন তিনি। পরে বাঁশখালী থেকে ফিরে চট্টগ্রাম নগরীর পাঁচলাইশের বাসায় অবস্থান করছিলেন। এ সময় তাঁর সর্দি- কাশিসহ হালকা জ্বরের উপসর্গ দেখা দেয়। সন্দেহ হওয়ায় তিনি ফৌজদারহাটের বিআইটিআইডিতে নমুনা পরীক্ষা করান। পরীক্ষায় তাঁর ফল পজেটিভ আসে।

জানা যায়, করোনায় আক্রান্ত হওয়ার আগে তিনি চট্টগ্রাম শহরে এক আত্মীয়কে চিকিৎসা দিয়েছিলেন যার সর্দি-জ্বর ও কাশি ছিল। সেই আত্মীয়ের কাছ থেকেই তিনি সংক্রমিত হয়ে থাকতে পারেন বলে ধারণা করা হচ্ছে।

 

 

 

 

পূর্বকোণ/ এস

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট