চট্টগ্রাম শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

কাশেম-নূর ফাউন্ডেশনের ইফতার ও খাদ্যসামগ্রী বিতরণ শুরু

বিজ্ঞপ্তি

২৩ এপ্রিল, ২০২০ | ১০:৫৬ অপরাহ্ণ

করোনায় পণ্যসামগ্রী বিতরণের পর এবার পবিত্র মাহে রমজান উপলক্ষে রোজাদারদের জন্য ইফতার ও খাদ্য সামগ্রী বিতরণ শুরু করেছে আর্ত-মানবতার সেবায় নিয়োজিত কাশেম-নূর ফাউন্ডেশন। গতকাল বৃহস্পতিবার সকাল থেকে নগরীর চান্দগাঁও সোসাইটি থেকে এসব পণ্য সংশ্লিষ্ট এলাকাগুলোতে ট্রাকে করে পৌঁছে দেওয়া শুরু হয়।

প্রাথমিকভাবে রোজার প্রথম ১০ দিনের জন্য প্রথম পর্যায়ে ২৪ হাজার পরিবারের কাছে ফাউন্ডেশনের পক্ষ থেকে আর্থিক সহযোগিতা, ইফতার ও খাদ্য সামগ্রী বিতরণের অংশ হিসেবে গতকাল ৭ হাজার পরিবারের কাছে এসব পণ্য সামগ্রী পৌঁছানো হয়। রোজার প্রথম ১০ দিন পরবর্তী আরো ব্যাপক কর্মসূচি রয়েছে বলে ফাউন্ডেশন সূত্রে জানা গেছে।

এদিকে ইফতার ও পণ্য সামগ্রী বিতরণ প্রসঙ্গে কাশেম-নূর ফাউন্ডেশনের কো-চেয়ারম্যান হাসান মাহমুদ চৌধুরী বলেন, ‘বিগত রমজান মাসগুলোতে কাশেম-নূর ফাউন্ডেশনের পক্ষ থেকে ব্যাপক কর্মসূচি পালন করা হতো। বিশেষ করে নগদ অর্থ ও ইফতার সামগ্রী বিতরণ, রোজাদের ইফতার এবং কোরআন তেলোয়াত, কেরাত, হামদ-নাত প্রতিযোগিতাসহ বিভিন্ন কর্মসূচি পালন করতো ফাউন্ডেশন। কিন্তু এবার করোনার কঠিন সময়ে মাহে রমজান মাস আসছে। তাতে একজন সচেতন মানুষ হিসেবে এবার দায়িত্ব আরো বেশি।’

হাসান মাহমুদ চৌধুরী বলেন, ‘আমাদের এসব কর্মসূচি কোন দান, অনুদান কিংবা সাহায্য নয়। এটিকে দান-অনুদান মনে করলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা দায়ী থাকবো। এটি বিত্তবানদের কাছে বিত্তহীনদের সম্পদের যে অধিকার রয়েছে তারই ধারাবাহিকতায় সম্পদ বন্টনের নীতিমালার অংশ হিসেবে এসব কর্মসূচি গ্রহণ করা হয়েছে। ইনশাল্লাহ চলমান কর্মসূচি ছাড়াও আগামী ১০ রমজানের পর ফাউন্ডেশনের পক্ষ থেকে আরো বিস্তারিত কর্মসূচি আসছে।’-বিজ্ঞপ্তি

 

 

পূর্বকোণ/আরপি-এমএ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট