চট্টগ্রাম শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

মক্কায় করোনায় কক্সবাজারের খোরশেদের মৃত্যু, লাইফ সাপোর্টে শ্যালক

পূর্বকোণ ডেস্ক

১৯ এপ্রিল, ২০২০ | ২:১৯ পূর্বাহ্ণ

সৌদি আরবের মক্কায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন কক্সবাজারের খুরুশকুলের তেতৈয়া এলাকার বাসিন্দা খোরশেদ আলম (৫৫)। গতকাল (শনিবার) বাংলাদেশ সময় ৭টার দিকে মক্কা আল নূর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন তিনি (ইন্নালিল্লাহি …… রাজেউন)। মরহুমের শ্যালক কক্সবাজারের বারের আইনজীবী নেজামুল হক বিষয়টি নিশ্চিত করেছেন। করোনা আক্রান্ত হয়ে খোরশেদ আলমের শ্যালক মো. তারেকও লাইফ সাপোর্টে রয়েছে। এডভোকেট মুহাম্মদ নেজামুল হক জানান, ১৪ দিন আগে করোনাভাইরাসে আক্রান্ত হন খোরশেদ আলম। অবস্থা গুরুতর হলে তাকে মক্কা আল নূর হাসপাতালে ভর্তি করানো হয়। চিকিৎসা চললেও অবস্থার আরো অবনতি হয়। শেষ মুহূর্তে লাইফ সাপোর্টেও রাখা হয় তাকে। সেখানে মৃত্যুবরণ করেন তিনি। অন্যদিকে খোরশেদ আলমের সাথে থাকা তার শ্যালক মো. তারেকও তার কয়েকদিন পর করোনাভাইরাসে আক্রান্ত হন। শেষ মুহূর্তে এসে তার অবস্থারও গুরুতর হওয়া তাকে কিং আব্দুল আজিজ হাসপাতালে লাইফ সাপোর্টে রাখা হয়েছে। এডভোকেট মুহাম্মদ নেজামুল হকের দেয়া তথ্য মতে, মারা যাওয়া খোরশেদ আলম দীর্ঘদিন সৌদি আরবের মক্কায় রয়েছেন। তিনি সেখানে একটি সুপার শপ পরিচালনা করতেন। তার মাধ্যমে তার শ্যালক মো. তারেকও সৌদি আরব যায় এবং দুইজন একই দোকান পরিচালনা করতো। দেড় মাস আগে ছুটি কাটিয়ে সৌদি ফিরে যান খোরশেদ আলম। ১৪ দিন আগে তার করোনাভাইরাস ধরা পড়ে। তার কয়েকদিন পর মো. তারেকও করোনায় আক্রান্ত হন।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট