চট্টগ্রাম শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪

টেকনাফে তিন শতাধিক রোহিঙ্গা আটক

 কক্সবাজার সংবাদদাতা

১৫ এপ্রিল, ২০২০ | ১১:৩৬ অপরাহ্ণ

কক্সবাজারের টেকনাফে একটি মিয়ানমারের ট্রলার বোঝাই প্রায় তিন শতাধিক রোহিঙ্গাকে আটক করে বাংলাদেশ কোস্টগার্ড সদস্যরা। আজ বুধবার (১৫ এপ্রিল) রাত সাড়ে ৯টার দিকে টেকনাফের বাহারছড়া শামলাপুরের জাহাজ ঘাট থেকে তাদের আটক করা হয়। তারা সাগর পথে মালয়েশিয়া যেতে না পেরে এই এলাকা দিয়ে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করে।

টেকনাফ স্টেশন কোস্টগার্ডের কর্মকর্তা লে. কমান্ডার এম সোহেল রানা এ তথ্য নিশ্চিত করে জানান, রোহিঙ্গাভর্তি একটি বড় ট্রলার টেকনাফ জাহাজপুরা ঘাট দিয়ে উঠার সময় তিন শতাধিক রোহিঙ্গাকে আটক করা হয়েছে। তারা বেশ কিছু দিন আগে সাগরপথে মালয়েশিয়া যাত্রা করছিল। কিন্তু সেখানে ভিড়তে না পেরে আবার চলে আসেন। তবে সংখ্যাটা কম বেশি হতে পারে।

টেকনাফ উপজেলার ইউএনও মো.সাইফুল ইসাম বলেন, মালয়েশিয়া ফেরত তিন শতাধিক রোহিঙ্গাকে আটক করা হয়েছে। তারা মালয়েশিয়া যেতে না পেরে আবার ফেরত আসেন। তাদের আগে এক জায়গায় জড়ো করা হচ্ছে। বিস্তারিত পরে জানানো হবে। তবে তাদের বেশির ভাগ নারী ও শিশু ছিল।

 

 

 

 

পূর্বকোণ/আরপি-আরাফাত

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট