চট্টগ্রাম শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪

আবুধাবিতে করোনায় আরেক বাংলাদেশির মৃত্যু
আবুধাবিতে করোনায় আরেক বাংলাদেশির মৃত্যু

চট্টগ্রামে আরও পাঁচ করোনা রোগী শনাক্ত

নিজস্ব প্রতিবেদক

১৫ এপ্রিল, ২০২০ | ১০:৩৫ অপরাহ্ণ

চট্টগ্রামে আরও পাঁচজন করোনা রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট রোগীর সংখ্যা দাঁড়াল মোট ৩২ জনে। ফৌজদার হাটের বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল এন্ড ইনফেকশাস ডিজিজেসের (বিআইটিআইডি) নমুনা পরীক্ষায় এ ফলাফল পাওয়া গেছে। আজ বুধবার (১৫ এপ্রিল) রাতে চট্টগ্রাম বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. হাসান শাহরিয়ার কবির এ তথ্য জানান।

আজ মোট ১০৯ টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে এই পাঁচজনের রিপোর্ট পজিটিভ আসে। আজ শনাক্তকৃতদের মধ্যে দুইজন নগরীর দামপাড়া, একজন নিমতলা এবং একজন আনোয়ারা ও একজন পটিয়া ‍উপজেলার বাসিন্দা। এদের মধ্যে নিমতলার শনাক্তকৃত ব্যক্তি মারা গেছেন। এছাড়াও নোয়াখালীতে একজন শনাক্ত হয়েছেন।

প্রসঙ্গতঃ নগরীর দামপাড়ায় সর্বপ্রথম ৩ এপ্রিল প্রথম করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়। এর দুইদিন পরেই ৫ এপ্রিল প্রথম করোনা আক্রান্ত ওই রোগীর ছেলের শনাক্ত হন। ৮ এপ্রিল তিনজন, ১০ এপ্রিল দুইজন, ১১ এপ্রিল দুইজন, ১২ এপ্রিল পাঁচজন ও ১৩ এপ্রিল দুইজন করোনা রোগী শনাক্ত হন। সর্বশেষ গতকাল মঙ্গলবার (১৪ এপ্রিল) ১১ জন করোনা রোগী শনাক্ত হন। এদের মধ্যে এখন পর্যন্ত এক শিশুসহ পাঁচজন রোগী মারা গেছেন।

পূর্বকোণ/আরপি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট