চট্টগ্রাম শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

করোনাবিরোধী যুদ্ধে চিকিৎসকরা ভ্যানগার্ড : সিটি মেয়র

হলি ক্রিসেন্ট হাসপাতালকে করোনাভাইরাস হাসপাতালে উন্নীতকরণে সভা, কমিটি গঠন

১৩ এপ্রিল, ২০২০ | ২:৪৪ পূর্বাহ্ণ

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আ. জ. ম. নাছির উদ্দীন বলেছেন, প্রাণঘাতী করোনা ভাইরাস এখন বৈশ্বিক মহামারীতে পরিণত হয়েছে। শুধুমাত্র সুদৃঢ় মনোবলে আতংক ও ভয়কে জয় করার মানসিকতায় আমরা অবশ্যই আবার স্বাভাবিক জীবনে ফিরে আসতে সক্ষম হব। তিনি হলি ক্রিসেন্ট হাসপাতালকে করোনা ভাইরাস আক্রান্তদের চিকিৎসাসেবায় পূর্ণাঙ্গ হাসপাতালে উন্নীত করার জন্য প্রাইভেট ক্লিনিক ওনার্স এসোসিয়েশনকে ধন্যবাদ জানান। তিনি আশা প্রকাশ করেন, চসিক, জেলা প্রশাসন এবং সরকারি সেবা প্রতিষ্ঠান ও সংস্থা সব ধরনের লজিস্টিক সাপোর্ট দেবে। তিনি আরো বলেন, করোনা বিরোধী যুদ্ধে চিকিৎসকরা ভ্যানগার্ড। তাঁরা জীবনের ঝুঁকি নিয়ে দায়িত্ব পালন করে যাচ্ছেন। সরকার প্রধান শেখ হাসিনা তাদের অবশ্যই মূল্যায়নের প্রতিশ্রুতি দিয়েছেন। তিনি গতকাল (রোববার) অপরাহ্নে চসিক কনফারেন্স হলে নগরীর জাকির হোসেন রোডস্থ হলি ক্রিসেন্ট হাসপাতালকে করোনা ভাইরাস হাসপাতালে উন্নীতকরণ কার্যক্রম বিষয়ে সমন্বয় সভায় একথা বলেন। তিনি আশা প্রকাশ করে বলেন, আগামী ২৫ এপ্রিল এই হাসপাতালটি আনুষ্ঠানিকভাবে চালু করা যাবে। সভায় চসিক কাউন্সিলর হাসান মুরাদ বিপ্লব, সালেহ আহমদ চৌধুরী, চট্টগ্রাম ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী এ. কে এম ফজলুল্লাহ, চসিক প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সামসুদ্দোহা, স্বাস্থ্য অধিদপ্তর চট্টগ্রাম বিভাগের পরিচালক ডা. হাসান শাহরিয়ার কবির, মেডিকেল কলেজ ও হাসপাতালের পরচালক ব্রি. জেনারেল ডা. এস এম হুমায়ুন কবির, চসিক প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. সেলিম আকতার চৌধুরী, এডিসি জেনারেল মো. কামাল হোসেন, প্রাইভেট ক্লিনিক ওনার্স এসোসিয়েশনের সভাপতি ডা. লেয়াকত আলী খান, চট্টগ্রাম জেলার সিভিল সার্জন ডা. ফজলে রাব্বি, কর্ণফুলী গ্যাস লি. এর উপ-মহাব্যবস্থাপক নুরুল আজাদ, চট্টগ্রাম জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক অসিম কুমার নাথ, চট্টগ্রাম ওয়াসার প্রধান প্রকৌশলী মাকসুদ আলম, চট্টগ্রাম বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের প্রধান প্রকৌশলী, মেয়রের একান্ত সচিব মোহাম্মদ আবুল হাশেম, সামশুল আলম, বিএমএ সভাপতি প্রফেসর ডা. মুজিবুল হক খান, সাধারণ সম্পাদক ডা. ফয়সল ইকবাল চৌধুরী, জেলা স্বাস্থ্য তত্ত্বাবধায়ক সুজন বড়–য়া, এন এস আই উপ-পরিচালক এস এম আলমাস হোসাইন, চসিক প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা সফিকুল মান্নান সিদ্দিকী, ডা. মো. ইউসুফ, ডা. এ টি এম রেজাউল করিম, ডা. সুলতান মাহমুদ, হলি হেলথ হাসপাতালের ডা. এম এ কাশেম, ডা. মো. ইউসুফ, চসিক’র তত্ত্বাবধায়ক প্রকৌশলী সুদিপ বসাক, প্রকৌশলী ঝুলন কুমার দাশ, ডা. জয় শর্মা প্রমুখ উপস্থিত ছিলেন।
সভায় সিটি কর্পোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীনকে আহ্বায়ক এবং প্রাইভেট ক্লিনিক ওনার্স এসোসিয়েশনের সভাপতি ডা. লেয়াকত আলী খানকে সদস্য সচিব ও ডা. সেলিম আকতার চৌধুরী, ডা. অসিম কুমার নাথ, বিএমএ সভাপতি প্রফেসর ডা. মুজিবুল হক খান, সাধারণ সম্পাদক ডা. ফয়সল ইকবাল চৌধুরী, ডা. মো. আবুল কাশেমসহ চট্টগ্রামের প্রত্যেক সেবদানকারী প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করে একটি কমিটি গঠন করা হয়।-বিজ্ঞপ্তি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট