চট্টগ্রাম শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪

‘লক ডাউন’র নামে চাঁদাবাজির অভিযোগে জরিমানা

নিজস্ব প্রতিবেদক

৯ এপ্রিল, ২০২০ | ৮:৩৪ অপরাহ্ণ

চট্টগ্রামের হাটহাজারীতে রাস্তায় বাঁশ ফেলে ব্যারিকেড দিয়ে যানবাহন থেকে চাঁদা আদায়ের অভিযোগে দুইজনকে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। উপজেলার চৌধুরীহাট রেল জংশন সংলগ্ন এলাকায় আজ বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে এ ঘটনা ঘটে বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল আমিন।

তিনি বলেন, স্থানীয় কিছু যুবক ‘লকডাউনের’ নামে রেল ক্রসিংয়ের বাঁশ ফেলে যানবাহন থেকে টাকা আদায় করছেন বলে অভিযোগ আসে। দুপুরে খাদ্যপণ্যবাহী একটি গাড়ির কাছেও তারা টাকা দাবি করে। পরে চালক মালিককে ফোন করার পর গাড়ির মালিক বিষয়টি আমাকে জানায়। অভিযোগ পেয়ে পুলিশসহ আমি সেখানে গেলে তারা এলাকার নিরাপত্তার অজুহাতে আমার গাড়িও আটকে দেয়। পরে দুইজনকে ১০ হাজার টাকা করে ২০ হাজার জরিমানা করা হয়।

উপজেলার অন্যান্য এলাকাতেও ব্যারিকেড দেয়া হলেও সেগুলো সরিয়ে নিয়ে স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানদের ব্যবস্থা নেয়ার নির্দেশ দেয়া হয়েছে বলেও জানান উপজেলার এই নির্বাহী কর্মকর্তা।

পূর্বকোণ/আরপি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট