চট্টগ্রাম শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪

চট্টগ্রামে মৃত মুক্তিযোদ্ধা ও তরুণ করোনা আক্রান্ত ছিলেন না

অনলাইন ডেস্ক

৭ এপ্রিল, ২০২০ | ৫:৫৭ অপরাহ্ণ

চট্টগ্রামে শ্বাসকষ্ট নিয়ে মারা যাওয়া এক মুক্তিযোদ্ধাসহ দুজনের নমুনা পরীক্ষায় নভেল করোনাভাইরাসের লক্ষণ শনাক্ত হয়নি। 

বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রামের সিভিল সার্জন ডা চট্টগ্রামে শ্বাসকষ্ট নিয়ে মারা যাওয়া এক মুক্তিযোদ্ধাসহ দুজনের নমুনা পরীক্ষায় নভেল করোনাভাইরাসের লক্ষণ শনাক্ত হয়নি। . সেখ ফজলে রাব্বি বলেন, চট্টগ্রাম জেনারেল হাসপাতালের আইসোলেশন ইউনিটে মারা যাওয়া সীতাকুণ্ড উপজেলার মুক্তিযোদ্ধা কমান্ডার আলিম উল্লাহ ও চমেক হাসপাতালে মারা যাওয়া আনোয়ারা উপজেলার এক তরুণের করোনাভাইরাস ‘নেগেটিভ’ এসেছে। বিআইটিআইডিতে এই নমুনা পরীক্ষার ফলাফল ‘নেগেটিভ’ এসেছে। 

জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে রবিবার রাতে জেনারেল হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি হন ওই মুক্তিযোদ্ধা। সোমবার বেলা ৩টার দিকে তার মৃত্যু হয়।

অন্যদিকে চট্টগ্রামের আনোয়ারা উপজেলার বাসিন্দা ওই তরুণ নিউমোনিয়া ও শ্বাসকষ্ট নিয়ে রোববার সন্ধ্যায় চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি হন বলে জানিয়েছিলেন হাসপাতালটির উপ-পরিচালক মো. আফতাবুল ইসলাম। পরে রোববার রাতের দিকে তার মৃত্যু হয়।

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট