চট্টগ্রাম শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

কক্সবাজারে চোলাই মদসহ নারী আটক

কক্সবাজার সংবাদদাতা

৫ এপ্রিল, ২০২০ | ১০:১৬ অপরাহ্ণ

বিপুল পরিমাণ চোলাই মদসহ অবশেষে কক্সবাজার শহরের বৈদ্যঘোনা এলাকার এক নারী মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ রবিবার (৫ এপ্রিল) সকালে বৈদ্যঘোনাস্থ নিজ বাড়ি ফরিদ আলমের বিল্ডিং থেকে এই নারীকে আটক করা হয়। গ্রেপ্তারকৃত ওই নারীর নাম নাহিদ আলম (২৭) ওরফে নাহিদা। তিনি ওই এলাকার মরহুম মোহাম্মদ রুবেলের স্ত্রী।
কক্সবাজার সদর থানার পুলিশ জানায়, নাহিদা নামে ওই মহিলার বিরুদ্ধে মাদক ব্যবসা করার জনশ্রুতি রয়েছে এলাকায়। এলাকায় তিনি মাদক কারবারি হিসেবে পরিচিত। সর্বশেষ রবিবার (৫ এপ্রিল) ভোরে নাহিদার বাড়িতে চোলাইমদ মজুদের খবর পেয়ে সদর থানা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে তার বাড়িতে থেকে বিপুল পরিমান চোলাই মদ উদ্ধার করেন। চোলাই মদ উদ্ধারের ঘটনায় তার বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে বলেও জানা গেছে।
কক্সবাজার সদর থানার পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (অপারেশন) মাসুম খাঁন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, গ্রেপ্তারকৃত মহিলাকে রবিবার (৫ এপ্রিল) বিকালে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট