চট্টগ্রাম শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

হটলাইন নম্বরে মায়ের আকুতি, সন্তান সম্ভবাকে হাসপাতালে পৌঁছে দিলেন ওসি

নিজস্ব প্রতিবেদক

৩০ মার্চ, ২০২০ | ১০:০৭ পূর্বাহ্ণ

করোনা ভাইরাসের কারণে গণপরিবহন বন্ধ রয়েছে। মধ্যরাতে চট্টগ্রাম নগরীর পুলিশের হটলাইন নম্বরে এক নিরুপায় মা আকুতি জানান, তার সন্তান সম্ভবা মেয়েকে যেন হাসপাতালে নেয়ার ব্যবস্থা করা হয়। মায়ের এমন ফোন কল পেয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নিজের গাড়ি পাঠিয়ে ওই প্রসূতিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন। রবিবার মধ্যরাতে চট্টগ্রাম নগরীর বাকলিয়া থানা এলাকায় এই ঘটনা ঘটে।

ঘটনার বিষয়ে বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নেজাম উদ্দিন জানান, রাত সাড়ে ১১টায় সিএমপির হট নম্বরে একটি ফোন আসে। কল করেন বাকলিয়া থানার রসুলবাগ আবাসিক এলাকার বাসিন্দা একজন মা। তিনি বলেন, পুরো নগরী অন্ধকার, কোথাও কোনো গাড়ি নেই। তার কন্যা বেবী আক্তার সন্তানসম্ভবা। তাকে দ্রুত হাসপাতালে নেয়া প্রয়োজন। একটি গাড়ি জোগাড় করে দেয়ার জন্য ওই মা পুলিশকে অনুরোধ জানান। হটলাইন নম্বর থেকে এমন তথ্য পেয়ে থানার অফিসার ইনচার্জের গাড়িটি তাৎক্ষণিক রসুলবাগ এলাকায় পাঠিয়ে দেয়া হয়। সঙ্গে একদল পুলিশ ফোর্স ঘটনাস্থলে পৌঁছে। এবং প্রসূতি নারীকে পৌঁছে দেয়া হয় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ।

 

 

 

 

 

 

পূর্বকোণ/এম

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট