চট্টগ্রাম শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

চট্টগ্রাম ও পায়রা বন্দরে নতুন চেয়ারম্যান নিয়োগ
চট্টগ্রাম ও পায়রা বন্দরে নতুন চেয়ারম্যান নিয়োগ

চট্টগ্রাম ও পায়রা বন্দরে নতুন চেয়ারম্যান নিয়োগ

২২ মার্চ, ২০২০ | ৭:১৮ অপরাহ্ণ

চট্টগ্রাম ও পায়রা বন্দর কর্তৃপক্ষের নতুন চেয়ারম্যান নিয়োগ  দিয়ে আজ রোববার (২২ মার্চ) এক আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এসএম আবুল কালাম আজাদকে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান নিয়োগ দিয়ে তার চাকরি নৌ মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে। আর অন্যদিকে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়রম্যান রিয়ার অ্যাডমিরাল জুলফিকার আজিজকে নৌবাহিনীতে প্রত্যাবর্তনের জন্য তার চাকরি সশস্ত্র বাহিনীতে ন্যস্ত করা হয়েছে।

নৌ বাহিনীর কর্মকর্তা কমডোর হুমায়ন কল্লোলকে পায়রা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান নিয়োগ দিয়ে তার চাকরি নৌ মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়। আর পায়রা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান কমোডর এম জাহাঙ্গীর আলমকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেরিটাইম ইউনিভার্সিটির ডিন নিয়োগ করতে তার চাকরি শিক্ষা মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।

চাকরি জীবনে রিয়ার এডমিরাল শেখ আবুল কালাম আজাদ বিভিন্ন জাহাজ ও ঘাঁটির গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন ছাড়াও নৌ প্রশাসনিক কর্তৃপক্ষ ঢাকা ও নৌ সদরের বিভিন্ন পরিদফতরে পরিচালক, ফ্রিগেটসহ বিভিন্ন জাহাজের অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি বানৌজা তিতুমীর ও বানৌজা ঈসা খানের অধিনায়ক হিসেবেও দায়িত্ব পালন করেন। এ ছাড়া তিনি র‌্যাপিড এ্যাকশান ব্যাটালিয়ান (র‌্যাব) সদর দপ্তরের লিগাল এ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক, ইউনাইটেড ন্যাশনস ইন্টেরিম ফোর্স ইন লেবানন (ইউনিফিল) ব্যানকন-৪ এর কন্টিনজেন্ট কমান্ডার, সশস্ত্র বাহিনী বিভাগের সিভিল মিলিটারি রিলেশান ডাইরেক্টটরেটের মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি মহান মুক্তিযুদ্ধের চেতনা ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শকে ধারণ করে দেশের সেবায় আত্মনিয়োগ করতে সর্বদা বদ্ধপরিকর।

পূর্বকোণ- আরপি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট