চট্টগ্রাম শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪

করোনা প্রতিরোধে সাতকানিয়া উপজেলা প্রশাসনের জরুরি সভা
করোনা প্রতিরোধে সাতকানিয়া উপজেলা প্রশাসনের জরুরি সভা

করোনা প্রতিরোধে সাতকানিয়া উপজেলা প্রশাসনের জরুরি সভা

সাতকানিয়া সংবাদদাতা

১৯ মার্চ, ২০২০ | ৪:২১ অপরাহ্ণ

করোনা প্রতিরোধে সাতকানিয়ায় উপজেলা প্রশাসনের উদ্যোগে এক জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার (১৯ মার্চ) উপজেলা নির্বাহী অফিসার নূরে আলমের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ এম এ মোতালেব সিআইপি।

সভায় বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান সালাহউদ্দীন হাসান চৌধুরী, মহিলা ভাইস চেয়ারম্যান আঞ্জুমান আরা বেগম, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সফিউল কবীর, সাতকানিয়া প্রেসক্লাব সভাপতি সৈয়দ মাহফুজ-উন নবী খোকন, প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. আবুল কালাম আজাদ, কৃষি কর্মকর্তা প্রতাপ চন্দ্র রায়, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা  আজিম শরীফ, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. আবদুল মজিদ ওসমানী, একাডেমিক সুপারভাইজার আশীষ বরণ দেব।

সভায় ইউএনও নূরে আলম জানান, করোনা প্রতিরোধে উপজেলার ১৭ টি ইউনিয়ন ও ১টি পৌরসভার প্রতিটি ওয়ার্ডে কমিটি গঠন করা হয়েছে। গঠিত কমিটিকে বিদেশফেরত প্রবাসীদের তথ্য সংগ্রহ করে তাদের  ‘হোম কোয়ারেন্টাইন’ নিশ্চিত করতে বলা হয়েছে। পাশাপাশি করোনা প্রতিরোধে সচেতনতা সৃষ্টিতে কাজ করার নির্দেশনা দেয়া হয়েছে।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সফিউল কবীর জানান, করোনা প্রতিরোধে সাতকানিয়া থানা পুলিশ ব্যাপক সচেতনতামূলক প্রচারনা চালিয়েছে। বিদেশফেরত প্রবাসীদের তথ্য সংগ্রহ করা হয়েছে। এ পর্যন্ত ৯৩ জন মধ্যপ্রাচ্য থেকে আসা প্রবাসীর খোঁজ পাওয়া গেছে। তাদের ব্যাপারে আরও খোঁজ খবর নেয়া হচ্ছে।

উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. আবদুল মজিদ ওসামানী জানান, করোনা প্রতিরোধে সাতকানিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আইসোলেশন কর্নার খোলা হয়েছে। এছাড়া করোনা প্রতিরোধে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের  মেডিকেল টিম প্রস্তুত রয়েছে। এ পর্যন্ত কোন করোনা রোগী কিংবা করোনার উপসর্গ আছে এমন কোন রোগী পাওয়া যায়নি।

সভাশেষে সাতকানিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনা প্রতিরোধের সার্বিক প্রস্তুতি পরিদর্শন করেন উপজেলা চেয়ারম্যান আলহাজ¦ এম এ মোতালেব সিআইপি। এসময় তিনি স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে স্থাপিত সিসিটিভি কার্যক্রমের উদ্বোধন করেন।

পূর্বকোণ/মাহফুজ-পিআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট