চট্টগ্রাম শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪

ফটিকছড়িতে সন্ত্রাসী হামলায় গুলিবিদ্ধ ইউপি চেয়ারম্যান

নিজস্ব প্রতিবেদক

১৯ মার্চ, ২০২০ | ১:০৩ অপরাহ্ণ

সন্ত্রাসী হামলায় গুলিবিদ্ধ হয়েছেন ফটিকছড়ি উপজেলার ২১ নম্বর খিরাম ইউনিয়নের চেয়ারম্যান সোহরাব হোসেন। বুধবার (১৮ মার্চ) দিবাগত রাতে এ ঘটনা ঘটে। জানা যায়, বুধবার রাতে চেয়ারম্যান সোহরাব হোসেন তাঁর বাড়ির পাশে স্থানীয় বহরম পাড়া জামে মসজিদের সামনে সাত নম্বর ওয়ার্ডের মেম্বার নাঈমসহ কথা বলার সময় ১০ থেকে ১২ জনের একটি দুর্বৃত্তের দল চেয়ারম্যানের উপর অতর্কিতভাবে হামলা করে এবং গুলি করে। এ সময় চেয়ারম্যান সোহরাব দৌঁড়ে পার্শ্ববর্তী বাড়িতে ঢুকে আত্মরক্ষা করেন। সেখানেও দুর্বৃত্তরা চেয়ারম্যানকে লাঠি দিয়ে জখম করে বলে জানান মেম্বার নাঈম।

গুলিবিদ্ধ চেয়ারম্যানকে প্রথমে ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। পরে সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে নিশ্চিত করেন নাজিরহাটস্থ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত মেডিকেল অফিসার ডাক্তার রাখেস ত্রিপুরা। কর্তব্যরত ডাক্তার জানান, চেয়ারম্যানের পায়ে দুটি ক্ষত চিহ্ন রয়েছে। তা বুলেট ইঞ্জুরি কিনা এক্সের রিপোর্টে নিশ্চিত বলা যাবে এবং তার হাতে জখমের চিহ্ন আছে। ঘটনার খবর শুনে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। অপরাধীদের ধরতে পুলিশ অভিযান চালাচ্ছে বলে জানান ফটিকছড়ি থানার ওসি বাবুল আকতার।

 

 

 

 

 

 

 

পূর্বকোণ/এম

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট