চট্টগ্রাম শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

কোচিং সেন্টার চালু রাখায় আটক ৩ শিক্ষক, লাখ টাকা জরিমানা

লোহাগাড়া সংবাদদাতা

১৮ মার্চ, ২০২০ | ১১:২৮ অপরাহ্ণ

চট্টগ্রামের লোহাগাড়ায় আইটি পার্ক নামে এক কোচিং সেন্টারে অভিযান চালিয়ে ৩ শিক্ষককে আটক করেছে ভ্রাম্যমাণ আদালত। আজ বুধবার (১৮ মার্চ) বিকেল ৫টায় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) তৌছিফ আহমদ উপজেলার আমিরাবাদ স্কুল রোডে এ অভিযান পরিচালনা করেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশার (ভূমি) পদ্মাসন সিংহ ও পুলিশ সদস্যরা।

আটকৃতরা হলেন- উপজেলার কলাউজান রশিদিয়া ফাজিল মাদ্রাসার ইংরেজি বিভাগের অধ্যাপক জয় বড়ুয়া, আলহাজ মোস্তাফিজুর রহমান কলেজের অর্থনীতি বিভাগের প্রভাষক মো. ইব্রাহিম খলিল ও বড়হাতিয়ার আরিফুল ইসলাম।

ইউএনও তৌছিফ আহমদ জানান, করোনাভাইরাস প্রতিরোধে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান, কোচিং সেন্টার বন্ধ ঘোষণা করে শিক্ষা মন্ত্রণালয়। কিন্তু ওই তিন শিক্ষক কোচিং বাণিজ্য চালু রেখে পাঠদান করায় দণ্ডবিধি ১৮৬০ এ ২৬৯ ধারায় ৩ জনকে ১ লাখ টাকা জরিমানা করা হয়। পরে জরিমানার টাকা পরিশোধ করে মুক্তি পায় তারা।

 

 

 

পূর্বকোণ/মনির-আরপি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট