চট্টগ্রাম শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪

করোনাভাইরাস: চট্টগ্রামে গুজব ছড়ানোর দায়ে ব্যবসায়ী আটক

নিজস্ব প্রতিবেদক

১৮ মার্চ, ২০২০ | ১১:১৮ পূর্বাহ্ণ

চট্টগ্রামে করোনাভাইরাস নিয়ে গুজব ছড়ানোর দায়ে এক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব। আটককৃত ব্যবসায়ী কামরুল হাসান রুমি (৩৯) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে করোনা নিয়ে গুজব ছড়াচ্ছিল বলে র‌্যাবসূত্রে জানা গেছে। নগরীর কোতোয়ালী থানার এমএ আজিজ স্টেডিয়াম সংলগ্ন এলাকা থেকে মঙ্গলবার (১৭ মার্চ) রাত সাড়ে ১১টার দিকে তাকে আটক করা হয়।

আটক কামরুল হাসান রুমি মিরসরাই উপজেলার মহাজনহাট এলাকার আবুল বশরের ছেলে। তিনি হালিশহর জি ব্লকের বাসিন্দা। তিনি রেস্টুরেন্ট ব্যবসায়ী ও ইন্টেরিয়র ডিজাইন প্রতিষ্ঠানের মালিক বলে র‌্যাব জানায়।

সামাজিক যোগাযোগ মাধ্যমে করোনাভাইরাস নিয়ে গুজব ছড়ানোর দায়ে কামরুল হাসান রুমি নামে একজনকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন র‌্যাব-৭ এর মিডিয়া অফিসার মো. মাহামুদুল হাসান মামুন।

এদিকে র‌্যাব-৭ অপারেশন অফিসার মো. মাশকুর রহমান জানান, কামরুল হাসান রুমি তার ফেসবুকে মিথ্যা তথ্য প্রচার করেন।  বিষয়টি নজরে আসলে তাকে আটক করা হয়। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

 

 

 

 

 

 

 

 

পূর্বকোণ/এম

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট