চট্টগ্রাম শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪

এ জে চৌধুরী কলেজে ভূমিমন্ত্রী

নতুন প্রজন্মের শিক্ষার্থীরা ভাগ্যবান

নিজস্ব সংবাদদাতা, কর্ণফুলী

১৫ মার্চ, ২০২০ | ৪:৪১ পূর্বাহ্ণ

কর্ণফুলী-আনোয়ারা আসনের সাংসদ ও ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী এমপি বলেছেন, ’নতুন প্রজন্মের শিক্ষার্থীরা ভাগ্যবান কারণ তাঁরা পাঠ্যপুস্তক পড়ে ’৬৬ সালের ছয়দফা আন্দোলন, ’৬৯ সালের গণঅভ্যুত্থান, ’৭১ সালের মহান মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানতে পারছে। বঙ্গবন্ধুকে হত্যার পর থেকে ’৯৬ সালে আগের শিক্ষার্থীরা সঠিক ইতিহাস জানতে পারত না। গতকাল শনিবার সকাল ১১টায় কর্ণফুলী উপজেলার এ জে চৌধুরী কলেজের আখতারুজ্জামান চৌধুরী বাবু আইসিটি ভবন উদ্বোধন, নবীনবরণ, আখতারুজ্জামান চৌধুরী বাবু স্মৃতি মেধাবৃত্তি প্রদান এবং ম্যুরাল উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। তিনি বলেন, শেখ হাসিনার দূরদর্শী ও যোগ্য নেতৃত্বে বাংলাদেশ আজ উন্নতির চরম শিখরের দ্বারপ্রান্তে। ভূমিমন্ত্রী আরো বলেন, জননেত্রী শেখ হাসিনারনেতৃত্বে সরকার প্রতিটি উপজেলায় ১টি করে কলেজ সরকারিকরণের উদ্যোগ নিয়েছেন। তাই কর্ণফুলী এ জে চৌধুরী কলেজকে আগামীতে জাতীয়করণ করা হবে। মুজিববর্ষে কলেজে মুজিব কর্নার স্থাপন ও ২০২০-২১ শিক্ষাবর্ষ থেকে অনার্স কোর্স চালুর ঘোষণা দেন তিনি। কলেজের অধ্যক্ষ মো. জসিম উদ্দিনের সভাপতিত্বে ও অধ্যাপক শামীম আক্তার চৌধুরীর সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন কর্ণফুলী উপজেলা পরিষদ চেয়ারম্যান ফারুক চৌধুরী, ইউএনও মো. নোমান হোসেন, উপজেলা আ. লীগের সা. সম্পাদক হায়দার আলী, কলেজ পরিচালনা পরিষদ সদস্য সৈয়দ জামাল আহমদ ও নজরুল ইসলাম চৌধুরী টুকু। সভার শুরুতে কোরআন তেলাওয়াতের পর জাতীয় সঙ্গীত ও আবাহন সংগীত পরিবেশন করা হয়।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট