চট্টগ্রাম শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড, বসত ঘরসহ অফিস পুড়ে ছাই 

উখিয়া সংবাদদাতা

১৩ মার্চ, ২০২০ | ৮:১৮ অপরাহ্ণ

কক্সবাজারের উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে আগুনে পুড়ে ছাই হয়ে গেছে ১৯টি বসত ঘরসহ দোকান অফিস। আজ শুক্রবার (১৩ মার্চ) সকাল ১১টায় রান্না ঘরের চুলা থেকে ডি-৫ ব্লকের অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। এর মধ্যে দুটি দোকান ও ছয়টি ঘর সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়। বাকি ১৪টি রোহিঙ্গাদের ঘর আংশিক ক্ষয়ক্ষতি হয়। এতে কেউ হতাহতের খবর পাওয়া যায়নি। অগ্নিকাণ্ডে ৫ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে।

ক্ষতিগ্রস্থ রোহিঙ্গারা হলেন- উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা রশিদ আহমদ, মো. কামাল, নুর বশর, জিয়াউল হক, রবি আল, আনোয়ার, আব্দুর রকিম, জুবাইদা, রোজিনা আক্তার, রশিদ আহমদ, মো. ইসমাইল, ইয়াছমিন, আনাস। অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থ রোহিঙ্গারা জানিয়েছেন তাদের সমস্ত কিছু পুড়ে ছাই হয়ে গেছে।

কুতুপালং আন-রেজিস্ট্যাট ক্যাম্পের সভাপতি মো. নুর বলেন, উখিয়ার ফায়ার সার্ভিসকে খবর দেয়ার পরও তারা ঘটনাস্থলে দেরি করায় ক্যাম্পের ১৯টি বসত ঘর, দোকান ও অফিস পুড়ে ছাই হয়ে যায়।

উখিয়ার ফায়ার সার্ভিসের স্টেশন কমান্ডার এমদাদুল হক বলেন, রোহিঙ্গা ক্যাম্পে দ্রুত পৌছে আগুন নিয়ন্ত্রণে না আনলে পুরো ক্যাম্প পুড়ে ছাই হয়ে যেত। রোহিঙ্গা ক্যাম্পগুলো ঘনবসিত হওয়ায় আগুন লেগে তাড়াতাড়ি ছড়িয়ে পড়ে। এ কারণে ১৯টি বসত ঘর দোকান অফিস অগ্নিকাণ্ডে পুড়ে যায়।

কুতুপালং ক্যাম্প ইনচার্জ খলিলুর রহমান বলেন, অগ্নিকাণ্ডের ঘটনা শুনেছি। কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে বলতে পারেনি।

পূর্বকোণ/কায়সার-আরপি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট