চট্টগ্রাম শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪

চসিক নির্বাচন: চট্টগ্রামে প্রথম ধাপে এসেছে ৪ হাজার ইভিএম

নিজস্ব প্রতিবেদক

৯ মার্চ, ২০২০ | ৬:০০ অপরাহ্ণ

আসন্ন চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে ভোট গ্রহণের জন্য প্রথম ধাপে চার হাজার ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ও সরঞ্জাম চট্টগ্রামে এসে পৌঁছেছে। আজ সোমবার (৯ মার্চ) সকালে চট্টগ্রাম আঞ্চলিক নির্বাচন অফিসের কর্মকর্তারা সরঞ্জামগুলো বুঝে নেন। বর্তমানে নগরীর এম এ আজিজ স্টেডিয়ামের জিমনেশিয়াম হলে রাখা হয়েছে।

নির্বাচনী সরঞ্জামাদি আসার বিষয়টি নিশ্চিত করে নির্বাচন অফিসার শিমুল শর্মা জানান, প্রথম ধাপের ৪ হাজার ইভিএম মেশিন ও সরঞ্জাম চট্টগ্রামে এসেছে। বাকি মেশিন ও সরঞ্জাম পর্যায়ক্রমে আসবে বলেও জানান তিনি।

উল্লেখ্য, আগামী ২৯ মার্চ অনুষ্ঠিতব্য চসিক নির্বাচনে ভোটার সংখ্যা ১৯ লাখ ৫১ হাজার ৫২ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৯ লাখ ৯৮ হাজার ৭২৩ জন। নারী ভোটার ৯ লাখ ৫২ হাজার ৩২৯ জন। ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) নির্বাচনে ভোট গ্রহণ করা হবে। নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী এম রেজাউল করিম চৌধুরী, বিএনপির মেয়র প্রার্থী ডা. শাহাদাত হোসেনসহ মোট ৬ জন মেয়র, ১৬১ জন সাধারণ ওয়ার্ডর কাউন্সিলর এবং ৫৬ জন সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর প্রতিদ্বন্দ্বিতা করছেন।

 

 

 

 

 

পূর্বকোণ/এম

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট