চট্টগ্রাম শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

প্রেসিডেন্সি স্কুলে বার্ষিক চিত্র প্রদর্শন­ী ও পুরস্কার বিতরণী

৯ মার্চ, ২০২০ | ৪:১৩ পূর্বাহ্ণ

বিপুল উৎসাহ, উদ্দীপনার মধ্য দিয়ে গত মার্চ প্রেসিডেন্সি ইন্টারন্যাশনাল স্কুলের পাঁচলাইশস্থ মিডল স্কুলে বার্ষিক চিত্র প্রদর্শনীর উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্কুল পরিচালনা পর্ষদের সম্মানিত চেয়ারম্যান আশরাফুল হক খান স্বপন, স্কুল অধ্যক্ষ লে. কর্নেল (অব.) মো. জিয়াউদ্দিন আহমেদ বীর উত্তম, উপাধ্যক্ষবৃন্দ (সিনিয়র ও মিডল স্কুল) এবং স্কুলের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ। স্কুল অধ্যক্ষ লে. কর্নেল (অব.) মো. জিয়াউদ্দিন আহমেদ; বীর উত্তম অনুষ্ঠানের উদ্বোধন করেন। গতকাল ৮ মার্চ চিত্র প্রদর্শনীর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাংবাদিক ডেইজী মউদুদ। উপস্থিত ছিলেন স্কুল পরিচালনা পর্ষদের স সদস্য সচিব মো. গোলজার আলম আলমগীর, স্কুল উপাধ্যক্ষবৃন্দ (সিনিয়র ও মিডল স্কুল), শিক্ষক-শিক্ষার্থী এবং অভিভাবকবৃন্দ। প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, ক্ষুদে চিত্র শিল্পীদের শিল্পকর্মগুলি আমাকে মুগ্ধ করেছে। শিক্ষার্থীদের এই শিল্পকর্মগুলো সত্যি প্রশংসার দাবি রাখে। এ ধরনের আয়োজনের জন্য তিনি প্রেসিডেন্সি ইন্টারন্যাশনাল স্কুলের কর্তৃপক্ষকে ধন্যবাদ জ্ঞাপন করেন। তিনি শিক্ষার্থীদের মেধা ও মননের বিকাশে এ ধরনের আয়োজন আরও হবে বলে আশা প্রকাশ করেন। অনুষ্ঠানশেষে ১৫ জন শিক্ষার্থীদের মাঝে শিল্পাচার্য জয়নুল আবেদীন স্মৃতি পুরস্কার, শিল্পী এস এম সুলতান স্মৃতি পুরস্কার এবং শিল্পী রশিদ চৌধুরী স্মৃতি পুরস্কার প্রদান করা হয়।-বিজ্ঞপ্তি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট