চট্টগ্রাম শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪

আ. লীগের তিন প্রার্থী পরিবর্তন সংরক্ষিত নারী আসন

নিজস্ব প্রতিবেদক

৯ মার্চ, ২০২০ | ৩:২৫ পূর্বাহ্ণ

চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক) নির্বাচনে তিনটি সংরক্ষিত মহিলা ওয়ার্ডে আওয়ামী লীগের প্রার্থী পরিবর্তন হয়েছে। বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি এই তিনটি ওয়ার্ডে প্রার্থী পরিবর্তনের কথা জানিয়ে কেন্দ্রীয় আওয়ামী লীগের কাছে চিঠি পাঠিয়েছেন। বিষয়টি স্বীকার করেন চসিক নির্বাচনে আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির প্রধান ইঞ্জিনিয়ার মোশাররফ।
তিনি জানান, সংরক্ষিত-৩ (৭ ও ৮) নম্বর ওয়ার্ডে মনোনয়ন পেয়েছিলেন ৪২ নম্বর সাংগঠনিক ওয়ার্ড মহিলা লীগের সভাপতি জোহরা বেগম। গতকাল তার স্থলে দলীয় মনোনয়ন দেয়া হয়েছে বর্তমান কাউন্সিলর জেসমিন পারভীন জেসিকে।
সংরক্ষিত ১১ (২৮, ২৯ ও ৩৬) নম্বর ওয়ার্ডে মনোনয়ন পেয়েছিলেন জিন্নাত আরা বেগম। তাকে বাদ দিয়ে এখন দলীয় মনোনয়ন দেয়া হয়েছে বর্তমান কাউন্সিলর ফেরদৌসী আকবরকে।
সংরক্ষিত ৫ (১৪, ১৫ ও ২১) নম্বর ওয়ার্ডে মনোনয়ন দেয়া হয়েছে আনজুমান আরাকে। এই ওয়ার্ডে মনোনয়ন পেয়েছিলেন ২১ নম্বর ওয়ার্ড মহিলা লীগের সদস্য শিউলি। তবে বয়স কম হওয়ার কারণে তিনি মনোনয়ন ফরম জমা দেননি।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট