চট্টগ্রাম শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪

উখিয়ায় বিয়েবাড়িতে সন্ত্রাসী হামলায় আহত ৮

নিজস্ব সংবাদদাতা, উখিয়া

৮ মার্চ, ২০২০ | ২:২৮ পূর্বাহ্ণ

বিবাহ অনুষ্ঠানে স্থানীয় এক ইউপি সদস্যকে আমন্ত্রণ না করা ও পূর্বশত্রুতার জেরে মেম্বারের নেতৃত্বে সন্ত্রাসীরা বরের বসতঘর ও মালামাল ভাঙচুরসহ স্বর্ণালংকার লুটপাট করার পাশাপাশি হামলা চালিয়ে নববধূসহ ৬ জনকে গুরুতর আহত করেছে বলে অভিযোগ উঠেছে। গত ৫ মার্চ রাতে ঘটনাটি ঘটেছে।
ভুক্তভোগী আবুল হোসেন পূর্বকোণ প্রতিবেদককে জানান, উপজেলার রতœাপালং ইউনিয়নের পূর্ব চাকবৈঠা গ্রামের আবুল হোসনের ছেলে ইব্রাহিমের বিবাহ অনুষ্ঠানে গত বৃহস্পতিবার রাতে স্থানীয় ইউপি সদস্য ফিরোজ মেম্বারের নেতৃত্বে শাহ আলমের ছেলে সাহেদ, আব্দুস ছালামের ছেলে হারুন, নুরুর ছেলে মোছলিম উদ্দিন, আব্দুর রহমানের ছেলে কাদের, নুরুল আলম মিস্ত্রির ছেলে আলমগীর ও নুর আহম্মদের ছেলে হোছনসহ অপরাপর সহযোগীরা বিয়েবাড়িতে গিয়ে বসতঘর ও মালামাল ভাঙচুরসহ এক ভরি স্বর্ণালংকার ও নুরুল হকের ২০ হাজার টাকা লুটপাট করে। পরে বাড়িতে প্রবেশ করে নববধূ জোসনা আকতার, বর ইব্রাহিম, বরের মাতা মেহের খাতুন, ইব্রাহিমের ভগ্নিপতি মাহমুদুল হক, স্ত্রী রাশেদা বেগম, ফলিয়াপাড়া গ্রামের মৃত আবুল শমার ছেলে নুরুল হকসহ ৬ জনকে বেধড়ক মারধরপূর্বক গুরুতর আহত করে। এ সময় এলাকার লোকজন এগিয়ে এসে আহতদেরকে মেম্বারের লোকজনের কবল থেকে উদ্ধার করে।
ভুক্তভোগী বর ইব্রাহিম তাদের বিয়ে বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে জানান।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট