চট্টগ্রাম শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

টেকনাফে শীর্ষ রোহিঙ্গা ডাকাত জকিরের সহযোগী নিহত পুলিশের সাথে গোলাগুলি

নিজস্ব সংবাদদাতা হ টেকনাফ

৭ মার্চ, ২০২০ | ২:৫১ পূর্বাহ্ণ

টেকনাফে গহীন পাহাড়ে পুলিশের সাথে গোলাগুলিতে শীর্ষ রোহিঙ্গা ডাকাত জকিরের এক সহযোগী নিহত হয়েছে। এসময় টেকনাফ থানার ওসি তদন্ত এবিএমএস দোহাসহ তিন পুলিশ সদস্য আহত হয়েছেন। ঘটনাস্থল থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়। টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) প্রদীপ কুমার দাশ জানান, অপরাধ সংঘটিত করার জন্য টেকনাফ সদর ইউনিয়নের হাবিরছড়ায় গহীন পাহাড়ি এলাকায় অস্ত্রধারী একদল ডাকাত অবস্থান করার গোপন সংবাদের ভিত্তিতে গতকাল (শুক্রবার) বিকাল ৪টার দিকে থানা পুলিশের একটি চৌকষ দল অভিযানে যায়। ডাকাত দলের সদস্যরা পুলিশের উপস্থিতি টের পেয়ে এলোপাতাড়ি গুলিবর্ষণ শুরু করে। ডাকাত দলের ছোড়া গুলিতে পুলিশের তিন সদস্য আহত হয়। এরপর আত্মরক্ষার্থ পুলিশ সদস্যরা পাল্টা গুলি চালায়। গোলাগুলি থেমে যাওয়ার পর ঘটনাস্থলে গুলিবিদ্ধ অবস্থায় এক যুবককে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। নিহত যুবক মোছনী রোহিঙ্গা ক্যাম্পের

বাসিন্দা মো. সিরাজুল ইসলামের পুত্র শীর্ষ রোহিঙ্গা ডাকাত জকিরের ভাগিনা ডাকাত মো. অজি উল্লাহ (৩০) বলে আত্মীয়-স্বজনেরা শনাক্ত করে। ঘটনাস্থল তল্লাশি করে দেশীয় তৈরি ১টি এলজি, ৯ রাউন্ড তাজা কার্তুজ, ৬ রাউন্ড খালি খোসা উদ্ধার করা হয়। আহত তিন পুলিশ সদস্যকে চিকিৎসা দেয়া হচ্ছে। এছাড়া ঘটনার ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট