চট্টগ্রাম শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

ইপিজেডে গার্মেন্টসে বিদ্যুৎস্পৃষ্টে দুই কর্মচারী দগ্ধ

নিজস্ব প্রতিবেদক

৭ মার্চ, ২০২০ | ২:৪৩ পূর্বাহ্ণ

নগরীর ইপিজেড থানাধীন এইচ কে ডি নামক একটি পোশাক কারখানায় বিদ্যুৎস্পৃষ্টে দুই কর্মচারী দগ্ধ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। গতকাল শুক্রবার দুপুরে তাদের গুরুতর আহত অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তারা হাসপাতালের বার্ন এন্ড প্লাস্টিক সার্জারি ইউনিটে চিকিৎসাধীন রয়েছে। আহতরা হলেন, পতেঙ্গা থানাধীন কাঠগড় এলাকার

গোলাম মাওলার ছেলে মো. সাইফুল (৩২) ও স্টিলমিল এলাকার তোতা মিয়ার ছেলে মো. মোশাররফ হোসেন (৩০)। দুই জনেই ওই কারখানায় কর্মরত বলে জানা যায়। হাসপাতাল সূত্রে জানা যায়, দুপুর দেড়টার দিকে গুরুতর আহত অবস্থায় সাইফুল ও মোশাররফকে জরুরি বিভাগে নিয়ে আসেন কারখানার ম্যানেজার রফিকুল হায়দার। এসময় কারখানায় কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে আহত হয়েছে বলে জানান তিনি।
জানতে চাইলে পোশাক কারখানার ম্যানেজার রফিকুল হায়দার পূর্বকোণকে বলেন, ‘আমি শুনেছি দুইজন সামান্য আহত হয়েছে। আমি এ বিষয়ে কিছুই জানি না। কাল আপনাকে জানাতে পারবো।’

তবে হাসপাতালের ভর্তি খাতায় তার নাম থাকার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, জুমার নামাজ হাসপাতাল এলাকায় পড়েছিলাম। আহতের খবর শুনে গিয়েছি। এটা সামান্য আহত, এর বাইরে কিছুই না’।

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ জহিরুল হক ভূঁইয়া পূর্বকোণকে বলেন, ‘দুপুরে পোশাক কারখানায় কর্মরত দুই কর্মচারিকে গুরুতর আহত অবস্থায় জরুরি বিভাগে নিয়ে আসা হয়। পরে কর্তব্যরত চিকিৎসক তাদের হাসপাতালের ৩৬ নং বার্ন এন্ড প্লাস্টিক সার্জারি ইউনিটে ভর্তি করায়।’

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট