চট্টগ্রাম শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪

পানছড়ি করোনাভাইরাস প্রতিরোধে করণীয় বিষয়ক সভা

নিজস্ব সংবাদদাতা, পানছড়ি

৭ মার্চ, ২০২০ | ২:১৭ পূর্বাহ্ণ

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে করোনা ভাইরাস প্রতিরোধে করণীয় শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে গত ৫ মার্চ।

উপজেলা কমপ্লেক্স মিলনায়তনে করোনা ভাইরাস প্রতিরোধে সচেতনতামূলক বক্তব্য রাখেন স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডা. অনুতোষ চাকমা। এ সময় উপস্থিত ছিলেন মেডিকেল অফিসার ডা. সুমেন চাকমা, ডা. রিপল বাপ্পি চাকমা, ডা. হাসনাত নূর আরেফীন, ডা. সিফাত নায়সুম রহমান প্রমুখ। সভায় বক্তারা বলেন, নিয়মিত হাত পরিষ্কার রাখা, সাবান দিয়ে হাত ধোয়া, মাস্ক ব্যবহার ও মুখ ঢেকে হাঁচি-কাশি দিতে হবে। তাছাড়া অসুস্থ রোগী থেকে দূরে থাকা, পশু-পাখির মাংস ধরা থেকে বিরত থাকা, মাংস-ডিম ভালো করে সিদ্ধ ও রান্না করে খাওয়া ও পোষ্য প্রাণীদের থেকে সতর্ক থাকতে হবে। সবাই সচেতন থাকলে এটি প্রতিরোধ সম্ভব বলে জানান বক্তারা।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট