চট্টগ্রাম শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪

আতঙ্কে পথচারী ও এলাকাবাসী

রিটেইনিং ওয়াল নির্মাণে সড়কে ফাটল

কাজ শেষ হলেই মেরামত করে দিব : প্রকল্প পরিচালক

নিজস্ব প্রতিবেদক

৬ মার্চ, ২০২০ | ৪:২৬ পূর্বাহ্ণ

নগরীর হালিশহর ছোটপোল এলাকায় মহেশখালের পাড়ে রিটেইনিং ওয়াল নির্মাণ করতে গিয়ে সড়কে ফাটল সৃষ্টি হয়েছে। দিন দিন এ ফাটল চওড়া ও দীর্ঘ হচ্ছে বলে জানান এলাকাবাসী। ফলে যানবাহনে চলাচলকারী ও পথচারীদের মাঝে আতঙ্ক কাজ করছে। স্থানীয়দের আশঙ্কা, পুলিশ লাইনের পশ্চিমে খালের পাড়ের সড়কে ফাটল সৃষ্টি হওয়া স্থান শীঘ্রই মেরামত করা না হলে ব্যবহারের অনুপযোগী হয়ে পড়বে সড়কটি। এছাড়াও, সৃষ্ট হওয়া ফাটলে যানবাহন আটকে বড় দুর্ঘটনাও ঘটতে পারে বলে আশঙ্কা এলাকাবাসীর। স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়, নগরীর জলাবদ্ধতা নিরসন প্রকল্পের কাজের অংশ হিসেবে মহেশখালের পাড়ে রিটেইনিং ওয়াল নির্মাণের কাজ করছে বাংলাদেশ সেনা বাহিনীর ৩৪ ইঞ্জিনিয়ার কন্সট্রাকশন বিগ্রেড ও সিডিএ। খালের পাড়ে রিটেইনিং ওয়াল নির্মাণে পাইলিং এর কাজ করার সময় মাস দু’য়েক আগে পুলিশ লাইনের পশ্চিমে খালের পাড়ের সড়কে ফাটল সৃষ্টি হয়। ফলে ঝুঁকি নিয়ে প্রতিদিন অসংখ্য পথচারী সড়কটি ব্যবহার করলেও কর্তৃপক্ষ এখনো কোন ব্যবস্থা গ্রহণ করেনি। স্থানীয় বাসিন্দা ও সাংবাদিক ফখরুল ইসলাম বলেন, প্রথম দিকে শুধুমাত্র সড়কের একপাশে ফাটল ছিল। ক্রমেই এই ফাটল বাড়তে শুরু করেছে। ফাটল সৃষ্টি হওয়া সড়ক যদি দ্রুত মেরামত করা না হয় তাহলে ব্যবহারের অনুপযোগী হয়ে পড়বে। সড়কে চলাচলের সময় পথচারীরা আতঙ্কে থাকেন, কখন কোন দুর্ঘটনা ঘটে। সোনালী আবাসিক, কর্ণফুলী আবাসিক, বসুন্ধরা আবাসিকসহ বেশ কিছু আবাসিক রয়েছে এখানে। প্রতিদিন হাজার হাজার মানুষ ব্যবহার করছেন এই

সড়কটি। তাই কোন দুর্ঘটনা ঘটার আগেই সড়কটি মেরামত করা উচিত। এ সম্পর্কে জানতে চাইলে বাংলাদেশ সেনাবাহিনীর ৩৪ ইঞ্জিনিয়ার কন্সট্রাকশন বিগ্রেড প্রকল্প পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মো. শাহ আলী বলেন, পাইলিং এর কাজ করতে গেলে অনেক সময় এরকম হয়। নগরীর ফিরিঙ্গী বাজার, সল্টগোলা ক্রসিংসহ বেশ কয়েক জায়গায় সড়ক ফেটে গিয়েছিল, পরে আমরা তা মেরামত করে দিয়েছি। এতে আসলে আতঙ্কিত হওয়ার কিছু নেই। পাইলিং এর কাজ করার সময় প্রচুর ভাইব্রেট হয়। তাই কিছু জায়গায় ফাটল সৃষ্টি হতে পারে। কাজ শেষ হলেই আমরা এসব মেরামত করে দিব।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট