চট্টগ্রাম শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

অদিতি সঙ্গীত নিকেতনের তিন দিনব্যাপী বসন্ত উৎসব শুরু

৪ মার্চ, ২০২০ | ৩:৩৩ পূর্বাহ্ণ

উত্তর কাট্টলীর সঙ্গীত বিদ্যালয় অদিতির ঊনবিংশ বর্ষপূর্তিতে তিন দিনব্যাপী বসন্ত উৎসব গতকাল কাট্টলী সিটি কর্পোরেশন বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে শুরু হয়েছে। ১ম দিনে সুবীর নন্দী মঞ্চে উৎসবের উদ্বোধন করেন বরেণ্য অভিনয় শিল্পী সুবর্ণা মুস্তাফা। কাউন্সিলর আবিদা আজাদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দৈনিক আজাদীর সম্পাদক এম এ মালেক। উদ্বোধক সুবর্ণা মুস্তাফা বলেন, আমরা জানতাম শুধু ঢাকাতে বসন্ত উৎসব হয় বড়, কিন্তু চট্টগ্রাম এসে দেখলাম এখানে ঢাকার চেয়েও বড় আয়োজনে তিন দিনব্যাপী উৎসব হচ্ছে, এটি অত্যন্ত আনন্দের ও গৌরবের বিষয়। এম এ মালেক বলেন, অদিতির প্রতিষ্ঠাতা টুনটু দাশ বিজয় এই অঞ্চলে সাংস্কৃতির যে ব্যাপ্তি ঘটিয়েছে তা অত্যন্ত কঠিন একটি কাজ। বাচিক শিল্পী প্রবীর পাল ও তাসলিমা আক্তার বৃষ্টির যৌথ সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন উৎসব উদযাপন পরিষদের সদস্য সচিব ডা. কিশোর আচার্য্য। শুভেচ্ছা বক্তব্য রাখেন আহবায়ক এডভোকেট মিনহাজ উদ্দিন রাসেল, সমন্বয়ক জুয়েল শীল। ধন্যবাদ জ্ঞাপন করেন অদিতির প্রতিষ্ঠাতা টুনটু দাশ বিজয়। উৎসব উপলক্ষে এক মঙ্গল শোভাযাত্রা বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে । অনুষ্ঠানে ওস্তাদ মিহির লালা ও ওস্তাদ নির্মলেন্দু চৌধুরীকে সঙ্গীতক্ষেত্রে অবদানের জন্য গুণীজন সম্মাননা প্রদান করা হয়। কাট্টলীতে ১ম বারের মতো বইমেলা আয়োজন করে সফল হওয়ায় বইমেলা পরিষদের আহবায়ক মুক্তিযোদ্ধা আলাউদ্দিন আহমেদ চৌধুরীকেও সম্মাননা প্রদান করা হয়।-বিজ্ঞপ্তি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট