চট্টগ্রাম শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

আয় ছাড়াও ধনাঢ্য তিন প্রার্থীর স্ত্রী
আয় ছাড়াও ধনাঢ্য তিন প্রার্থীর স্ত্রী

আয় ছাড়াও ধনাঢ্য তিন প্রার্থীর স্ত্রী

হলফনামার তথ্য হাসনীর নগদ টাকা রয়েছে ৪,২৬৫ টাকা। স্ত্রীর রয়েছে ১১,৭৪,৬২৯ টাকা। বিপ্লবের ২০ হাজার টাকার অকৃষি জমি। স্ত্রীর ৩৩,১৩,২০০ টাকার ভূমি লিটনের ৫ লাখ টাকার এফডিআর। স্ত্রীর রয়েছে ১০ লাখ টাকার।

মুহাম্মদ নাজিম উদ্দিন

৪ মার্চ, ২০২০ | ২:১৫ পূর্বাহ্ণ

২০নং দেওয়ানবাজার ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর চৌধুরী হাসান মাহমুদ হাসনী, ৩৩নং ফিরিঙ্গীবাজার ওয়ার্ডের কাউন্সিলর হাসান মুরাদ বিপ্লব, ২৫ নং রামপুরা ওয়ার্ডের আবদুস সবুর লিটন-তিনজনই কাউন্সিলর পদপ্রার্থী। এরমধ্যে লিটন ছাড়াও অন্য দু’জন বর্তমান কাউন্সিলর। তারা হচ্ছেন ধন-সম্পদে ঐশ্বর্যশালী প্রার্থী। শুধু তারা নন, তাদের স্ত্রীরাও ধনবান। অথচ স্ত্রীদের আয়-উপার্জন নেই। স্বামীর ধনে-গুণে ধন্য স্ত্রীরা। আগামী ২৯ মার্চ চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচন উপলক্ষে দাখিল করা হলফনামা বিশ্লেষণ করে এসব তথ্য পাওয়া যায়।

চৌধুরী হাসান মাহমুদ হাসনি
২০নং দেওয়ানবাজার ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর চৌধুরী হাসান মাহমুদ হাসনী। এবারও আওয়ামী লীগের সমর্থন নিয়ে কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তার শিক্ষাগতযোগ্য এইচ এস সি। তার বিরুদ্ধে তিনটি মামলা থাকলে খালাস পেয়েছেন তিনি। পেশায় ব্যবসায়ী হাসনীর বার্ষিক আয় ৭০ হাজার টাকা। সিটি কর্পোরেশনের সম্মানী ভাতা চার লাখ ২০ হাজার টাকা। নির্ভরশীলদের আয় ৭ লাখ ৯৮ হাজার ৫৪০ টাকা। অস্থাবর সম্পদের মধ্যে হাসনীর নিজের নামে নগদ রয়েছে ৪ হাজার ২৬৫ টাকা। স্ত্রীর নামে রয়েছে ১১ লাখ ৭৪ হাজার ৬২৯ টাকা। ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের নিজের নামে জমা রয়েছে ৩ লাখ ৯৯ হাজার ৪৪৭ টাকা। স্ত্রীর নামে রয়েছে ৫ লাখ ৭১ হাজার ১৮১ টাকা। পোস্টাল, সেভিংস সার্টিফিকেটসহ সঞ্চয়পত্র বা স্থায়ী আমানতে নিজের বিনিয়োগ হচ্ছে ৫৬ হাজার ৯৮৮ টাকা। স্ত্রীর নামে রয়েছে ১ লাখ ৫০ হাজার টাকা। স্বর্ণ ও অন্যান্য মূল্যবান ধাতু ও পাথরের স্বর্ণালঙ্কার নিজের নামে রয়েছে ৩০ হাজার টাকা। আর স্ত্রীর নামে রয়েছে ১২ লাখ টাকার স্বর্ণালঙ্কার। ইলেকট্রনিক সামগ্রী নিজের নামে রয়েছে ৪০ হাজার ২৫০ টাকার। স্ত্রীর নামে রয়েছে তিন লাখ টাকার। আসবাপত্র নিজের নামে রয়েছে ১৫ হাজার টাকার। স্ত্রীর নামে রয়েছে ৩ লাখ টাকার। অন্যান্য সামগ্রীর মধ্যে নিজের নামে রয়েছে তিন লাখ ২৫ হাজার টাকার। স্ত্রীর নামে রয়েছে ৩৫ লাখ টাকার। স্থাবর সম্পদের মধ্যে নিজের নামে অকৃষি জমি রয়েছে সাত লাখ ৪২ হাজার ৭৫০ টাকার। বাড়ি বা এপার্টমেন্ট যৌথ মালিকানায় রয়েছে দশমিক ০৪৩৯ একর। এরমধ্যে নিজের রয়েছে ১০০০ ভাগের ১৩৫ শতাংশ। তার কোন ধার-দেনা বা ব্যাংক ঋণ নেই।

হাসান মুরাদ বিপ্লব

৩৩নং ফিরিঙ্গীবাজার ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর হাসান মুরাদ বিপ্লব। এবার আওয়ামী লীগের সমর্থন পাননি তিনি। স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন তিনি। পেশায় ব্যবসায়ী এই কাউন্সিলরের বার্ষিক আয় এক লাখ ৩৫ হাজার ২৪০ টাকা। শেয়ার, সঞ্চয়পত্রবা ব্যাংক আমানত রয়েছে ৫৫ হাজার ৬০ টাকা। পেশা থেকে আয় ৬ লাখ টাকা। চসিকের সম্মানী ভাতা চার লাখ ২০ হাজার টাকা। নির্ভরশীলদের কোনো আয় নেই।
অস্থাবর সম্পদের মধ্যে নিজের নামে নগদ রয়েছে ১০ লাখ টাকা। স্ত্রীর নামে রয়েছে চার লাখ ৫৩ হাজার ৯৮২ টাকা। ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানে নিজের নামে জমা রয়েছে ৮ লাখ ৮৪ হাজার ৭৮৪ টাকা। স্ত্রীর নামে রয়েছে ৬৪ হাজার ৪২৪ টাকা। বন্ড, স্টক এক্সচেঞ্জ কোম্পানিতে নিজের নামে না থাকলেও স্ত্রীর নামে রয়েছে ৫৮ হাজার ৩৬২ টাকা। পোস্টাল, সেভিংস বা স্থায়ী আমানত খাতে নিজের নামে এফডিআর রয়েছে ১৮ লাখ এক হাজার ৩২৭ টাকা। ডিপিএস রয়েছে ৬ লাখ ৪৩ হাজার ৭৬০ টাকা। স্ত্রীর নামে ডিপিএস রয়েছে এক লাখ ২৪ হাজার টাকা। নির্ভরশীলদের নামে ডিপিএস রয়েছে জুনায়েদ ও হাসানের নামে ৫ হাজার টাকা করে। নিজের নামে ১৯ লাখ ৮৬ হাজার টাকার গাড়ি রয়েছে। বিয়ের উপহারস্বরুপ নিজের নামে ৮০ হাজার টাকার ১০ ভরি স্বর্ণ রয়েছে। স্ত্রীর রয়েছে ৬০ হাজার টাকা দামের ১৩ ভরি স্বর্ণ। নিজের নামে ৩০ হাজার টাকা ও স্ত্রীর নামে ৪০ হাজার টাকার ইলেকট্রনিকসামগ্রী রয়েছে। নিজের নামে ৭০ হাজার টাকা ও স্ত্রীর নামে ৪০ হাজার টাকার আসবাবপত্র রয়েছে।
স্থাবর সম্পদের মধ্যে নিজের নামে ২০ হাজার টাকার পৈত্রিক অকৃষি জমি রয়েছে। স্ত্রীর নামে ৫ দশমিক ২ কাঠা জমি রয়েছে। যার মূল্য ৩৩ লাখ ১৩ হাজার ২শ টাকা। পৈত্রিক ও নিজের নামে দালান রয়েছে। চা বাগান, রাবার বাগান, মৎস্য খামার খাতে নিজের নামে সম্পদ না থাকলেও স্ত্রীর নামে দুই লাখ ২৫ হাজার টাকার সম্পদ রয়েছে। তার কোনো ধার-দেনা বা ব্যাংক ঋণ নেই।

আব্দুস সবুর লিটন
২৫নং রামপুরা ওয়ার্ড থেকে আওয়ামী লীগের সমর্থন পেয়ে কাউন্সিলর পদে নির্বাচন করছেন আবদুস সবুর লিটন। তার শিক্ষাগত যোগ্যতা এসএসসি। বর্তমানে তার বিরুদ্ধে কোনো মামলা নেই। অতীতে তিনটি মামলা থাকলেও খালাস পেয়েছেন তিনি। তিনি একাধিক ব্যবসা প্রতিষ্ঠানের সাথে জড়িত।
ব্যবসায়ী প্রার্থী লিটনের ব্যবসা থেকে বার্ষিক আয় ২৫ লাখ ৯২ হাজার ৪০৪ টাকা। নির্ভরশীলদের কোনো আয় নেই।
অস্থাবর সম্পদের মধ্যে নগদ রয়েছে ৬ লাখ ৪১ হাজার টাকা। স্ত্রীর নামে রয়েছে তিন লাখ টাকা। ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানে নিজের নামে জমা রয়েছে ৫ লাখ ২৬ হাজার ২৯৯ টাকা। স্ত্রীর নামে রয়েছে ২ লাখ ৭০ হাজার ২৮২ টাকা। পোস্টাল, সেভিংস, সঞ্চয়পত্র বা স্থায়ী আমানতে নিজের বিনিয়োগ রয়েছে ৫ লাখ টাকার এফডিআর। স্ত্রীর নামে রয়েছে ১০ লাখ টাকার এফ ডি আর। এফডিআরগুলো হচ্ছে ইস্টার্ন ব্যাংকের মুরাদপুর ও আগ্রাবাদ শাখায়। নিজের নামে একটি কার ও আটটি ছোট-বড় কাভার্টভ্যান রয়েছে। নিটল মটরস থেকে কিস্তিতে কিনেছেন। যার মূল্য ১ কোটি ৯০ লাখ ১০ হাজার টাকা। স্ত্রীর নামে ৪৫ ভরি স্বর্ণালংকার রয়েছে। ইলেট্রনিক সামগ্রীর মধ্যে নিজের নামে ৫০ হাজার টাকার টিভি, ফ্রিজ, এসি রয়েছে। টিভি ফ্রিজ উপহার হিসাবে পেয়েছেন বলে উল্লেখ করেছেন। আসবাবপত্রের নিজের নামে দুই লাখ টাকার বাজার সম্পদ রয়েছে। তারও উপহার হিসাবে পেয়েছেন তিনি। অন্যান্যর মধ্যে ব্যবসার মূলধন ৪৫ লাখ ৪৫ হাজার ৭৭৩ টাকা। তারা ট্রেডিং ইন্টারন্যাশনাল এর মূলধন ১২ লাখ ১৯ হাজার ৫৭২ টাকা। তারা ইন্টারন্যাশনাল টোব্যাকো মূলধন ২৬ লাখ ২৬ হাজার ৬৬৬ টাকা। সম্পত্তির বায়নাবাবদ বিনিয়োগ দুই কোটি টাকা। তারা মাল্টিমিডিয়া লিমিটেডের মূলধন ৪ লাখ টাকা। মেসার্স পেপার টোনের মূলধন নয় লাখ টাকা।

স্থাবর সম্পদের মধ্যে কক্সবাজারে কৃষিজমি ৮৩ দশমিক ১৬ শতাংশ নাল জমি রয়েছে। যার মূল্য ৭ লাখ ৪১ হাজার ৩৬৫ টাকা। চররিয়ার হারবাং এ রয়েছে ৩৭৮ দশমিক ৯৪ শতক নাল জমি। যার মূল্য ১ কোটি ২১ লাখ টাকা। রামপুরায় রয়েছে ১৬ শতক নাল জমি। যার মূল্য এক কোটি ৮৪ লাখ টাকা। রামপুরায় ১৬ শতক অকৃষি জমির মূল্য ৫০ লাখ টাকা। রয়েছে ৬০% ভিটে, যার মূল্য ৭ লাখ ৯০ হাজার টাকা। দশমিক ১৭ শতাংশ জমির মূল্য ২ লাখ ৭০ হাজার টাকা। স্ত্রীর নামে রয়েছে ৯৫ লাখ ৫০ হাজার টাকার পুকুর জমি। নির্ভরশীলদের রয়েছে আগ্রাবাদে ১৪ লাখ টাকার জমি। নিজের নামে চার শতক জায়গায় একতলা দালান রয়েছে। যার মূল্য ৪৫ লাখ ৩০ হাজার টাকা।
ধার-দেনার মধ্যে রয়েছে নিটল মটরস থেকে কিস্তিতে কাভার্ডভ্যান কিনেছেন। সেখানে তার দেনা বাবদ ২৪ লাখ ২৪ হাজার টাকা। নিজের বা প্রতিষ্ঠান নামে কোন ব্যাংক ঋণ নেই তার।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট