চট্টগ্রাম শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘উড়বে পতাকা’ নব প্রজন্মকে উজ্জীবিত করবে

৪ মার্চ, ২০২০ | ১:৩৯ পূর্বাহ্ণ

চটগ্রাম চলচ্চিত্র কেন্দ্র নিবেদিত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের উদ্বোধনী প্রদর্শনী গত ২ মার্চ সন্ধ্যা ৭টায় এক প্রাণবন্ত আলোচনা সভার মাধ্যমে বিপুল সংখ্যক দর্শকের উপস্থিতিতে থিয়েটার ইনিস্টিটিউট হলে প্রদর্শিত হয়। চট্টগ্রাম চলচ্চিত্র কেন্দ্রের সভাপতি শৈবাল চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় কেন্দ্রের কোষাধ্যক্ষ মিজানুর রহমান উপস্থিত অতিথিবৃন্দদের এবং উপস্থিত দর্শকদেরকে কেন্দ্রের পক্ষ থেকে স্বাগত জানান। দুই পরিচালকের পক্ষে ভূমিকা বক্তব্য রাখেন কেন্দ্রের সাধারণ সম্পাদক লোকপ্রিয় বড়ুয়া। তিনি উড়বে পতাকা চলচ্চিত্রের শুরু থেকে নির্মাণ সমাপ্তি বিষয়ে বিস্তারিত উপস্থাপন করেন। তিনি চট্টগ্রাম চলচ্চিত্র কেন্দ্র থেকে সরকারের কাছে দাবি উত্থাপন করে বলেন, চট্টগ্রামে যেন চলচ্চিত্র নির্মাতাদের জন্য ছায়াছবি নির্মাণের একটি স্থায়ী স্টুডিও এবং আর্কাইভ নির্মাণ করা হয় এবং এ ব্যাপারে মঞ্চে উপস্থিত প্রতিষ্ঠিত সাংবাদিকবৃন্দদের লেখনীর মাধ্যমে ন্যায্য দাবি আদায়ের জন্য সহযোগিতা করার আহবান জানান। প্রধান অতিথি দৈনিক আজাদীর চিফ রিপোর্টার লায়ন হাসান আকবর তার বক্তব্যে বলেন; আমি চট্টগ্রাম চলচ্চিত্র কেন্দ্রের বিগত দিনের কর্মকা-কে সন্মানের চোখে দেখি। উড়বে পতাকা সিনেমার সুন্দর কাহিনী এবং সফল নির্মাণের জন্য পরিচালকদ্বয়ের প্রশংসা করেন। তিনি আরও বলেন; বঙ্গবন্ধুর ডাকে মহান স্বাধীনতার ডাক এবং অনেক ত্যাগের বিনিময়ে মহান মুক্তিযুদ্ধ সফলভাবে সম্পন্ন হয়েছিল বলেই আজ আমরা স্বাধীনভাবে কথা বলতে পারছি এবং এভাবে মহান নেতার জীবন আদর্শ নিয়ে ছায়াছবি নির্মাণ করতে পারছি। তিনি চটগ্রাম চলচ্চিত্র কেন্দ্রের আগামী পথচলায় দৈনিক আজাদী ও লায়ন্স ক্লাবের সহযোগিতার আশ্বাস ব্যক্ত করেন।-বিজ্ঞপ্তি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট