চট্টগ্রাম শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

চট্টগ্রামে ভোটার বেড়েছে দু’ লাখ ৮৬ হাজার ­

সারাদেশে ১০ কোটি ৯৮ লাখ ­হ চট্টগ্রামে মোট ভোটার ৫৯ লাখ ২১ হাজার ৯৪৮ জন

নিজস্ব প্রতিবেদক

৩ মার্চ, ২০২০ | ৩:৩৮ পূর্বাহ্ণ

হালনাগাদ ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। হালনাগাদে চট্টগ্রামে ভোটার বেড়েছে দুই লাখ ৮৩ হাজার ৮৩৪ জন। এরমধ্যে নগরীতে বেড়েছে ৮৫ হাজার ৮৪ জন। আর ১৫ উপজেলায় বেড়েছে এক লাখ ৯৮ হাজার ৭৫০ জন। চট্টগ্রামে মোট ভোটার সংখ্যা এখন ৫৯ লাখ ২১ হাজার ১৯৪ জন।
গতকাল সোমবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলনকেন্দ্রে জাতীয় ভোটার দিবস উপলক্ষে এই তথ্য প্রকাশ করেছে ইসি।

হালনাগাদে সারাদেশে ভোটার বেড়েছে ৫৫ লাখ ৭৯ হাজার ৩০ জন। দেশে বর্তমানে মোট ভোটারের সংখ্যা ১০ কোটি ৯৮ লাখ ১৯ হাজার ১১২ জন। এরমধ্যে পুরুষ ভোটার ৫ কোটি ৫৪ লাখ ৮২ হাজার ৫৩০ জন ও নারী ভোটার ৫ কোটি ৪৩ লাখ ৩৬ হাজার ২২২ জন। তৃতীয় লিঙ্গের রয়েছেন ৩৬০ জন ভোটার। ২০১৮ সালের ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় ভোটার সংখ্যা ছিল ১০ কোটি ৪২ লাখ ৪০ হাজার ৮২ জন। ২০২০ সালের ২ মার্চ পর্যন্ত হালনাগাদ কার্যক্রমে ভোটার বেড়েছে ৫৫ লাখ ৭৯ হাজার ৩০ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২৯ লাখ ৯ হাজার ৫৬১ জন আর ২৬ লাখ ৬৯ হাজার ১০৯ জন মহিলা ভোটার। এছাড়া তৃতীয় লিঙ্গের ভোটার হয়েছেন ৩৬০ জন।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট