চট্টগ্রাম শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

‘অঙ্গীকার হোক, জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার’

বঙ্গবন্ধু জন্মশতবর্ষ উদ্যাপন পরিষদের মাসব্যাপী ফ্রি চিকিৎসা ক্যাম্প উদ্বোধন

২ মার্চ, ২০২০ | ২:৫১ পূর্বাহ্ণ

বঙ্গবন্ধু জন্মশতবর্ষ উদ্যাপন পরিষদ আয়োজিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে মাসব্যাপী ফ্রি চিকিৎসা কর্মসূচি গতকাল (রবিবার) নগরীর ডি.সি হিল প্রাঙ্গণে উদ্বোধন করা হয়।
কর্মসূচি উদ্বোধন করেন চট্টগ্রাম জেলা সিভিল সার্জন ডা. শেখ ফজলে রাব্বী। বিশেষ অতিথি ছিলেন প্যানেল মেয়র চৌধুরী হাসান মাহমুদ হাসনী, মুক্তিযোদ্ধা ফজল আহম্মদ, ভানুরঞ্জন চক্রবর্তী, রাখাল চন্দ্র ঘোষ, জেসমিন সুলতানা পারু, এম এ সবুর, কামরুল হাসান বাদল, ডা. আর কে রুবেল।
এতে উদ্বোধক ডা. শেখ ফজলে রাব্বী বলেন, বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা তখনই সার্থক হবে যখন ক্ষুধা, দারিদ্রমুক্ত সুস্থসবল স্বনির্ভর জাতি গড়ার প্রত্যয়ে আমরা নিজ নিজ অবস্থান থেকে সমাজের সকল স্তরের মানবকে সম্পৃক্ত করতে পারবো। আপনাদের এ কার্যক্রমের মাধ্যমে মুজিববর্ষে আমাদের অঙ্গীকার হোক, জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার।

ফ্রি চিকিৎসা ক্যাম্পে সভাপতিত্ব করেন হাজি মো. সাহাবুদ্দিন। সঞ্চালনায় ছিলেন যুগ্ম সদস্য সচিব ডা. মাহামুদুল হাসান। চিকিৎসাসেবা প্রদান করেন ডা. মুজিবুল হক চৌধুরী, ডা. এস এম কামরুজ্জামান, ডা. রুনু রায়, ডা. জামাল আহমেদ সিকদার, ডা. সরোজ তালুকদার, ডা. জামাল আহম্মেদ, ডা. বেলাল হোসেন উদয়ন, ডা. কানু দাশ, ডা. তড়িৎ চৌধুরী, ডা. অনুপকুমার দাশ, আনিছ আহম্মদ খোকন, ডা. বিজয়া লক্ষ্মী রায়, ডা. মিথুন দাশ মুন্না, ডা. স্বপন দে, ডা. রাজেশ্বর ধর বাসু, সমীরণ পাল প্রমুখ।-বিজ্ঞপ্তি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট