চট্টগ্রাম শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪

সেনাবাহিনীর উদ্যোগে গরীব অসহায় শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ

বান্দরবান প্রতিনিধি

১ মার্চ, ২০২০ | ৩:৫৪ অপরাহ্ণ

বান্দরবানে সেনাবাহিনীর উদ্যোগে অসহায় ও দুস্থ শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী ও শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। আজ রবিবার (১ মার্চ) দুপুরে শহরের রাজার মাঠে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর জোনের অধিনায়ক লে. কর্ণেল আখতার উস সামাদ রাফি।

এ সময় তার সাথে বান্দরবান রিজিয়নের কর্মকর্তা মেজর মোহাম্মদ ইফতেখার হোসেন, ২৬ বীরের কর্মকর্তা লেফটেন্যান্ট শিহান মুনির সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন,পার্বত্য এলাকার শান্তি শৃঙ্খলা ও উন্নয়নে নিরলসভাবে কাজ করছে বাংলাদেশ সেনাবাহিনী। বান্দরবান সেনা রিজিয়ন সব সময়ই অসহায় ও দুস্থদের পাশে রয়েছে, ভবিষ্যতে ও যেকোনো সামাজিক ও নৈতিক উন্নয়নে সেনাবাহিনীর এই সহায়তা অব্যহত থাকবে। অনুষ্ঠানে বান্দরবানের বিভিন্ন এলাকার অসহায় ও দুস্থ ২’ শ শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী এবং শীতবস্ত্র বিতরণ করা হয়।

 

 

 

 

 

পূর্বকোণ/এম

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট