চট্টগ্রাম শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪

হালিশহরে মাহফিলে সাইফুদ্দীন আহমদ আল্-হাসানী

ভারত মুসলমানরাও শাসন করেছে অথচ কোথাও মন্দির ভাঙ্গা হয়নি

১ মার্চ, ২০২০ | ৩:২১ পূর্বাহ্ণ

মাইজভা-ার দরবার শরীফের সাজ্জাদানশীন ও পার্লামেন্ট অব ওয়ার্ল্ড সূফীজের প্রেসিডেন্ট শাহ্সূফী সৈয়দ সাইফুদ্দীন আহমদ আল্-হাসানী ওয়াল হোসাইনী আল্-মাইজভা-ারী (মা.জি.আ.) বলেছেন, ধর্ম মানুষকে শান্তি সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধের শিক্ষা দেয় কিন্তু উগ্রবাদী জঙ্গিদের কারণে পৃথিবীর বহু দেশ আজ রক্তাক্ত ও ক্ষতবিক্ষত। পৃথিবীতে শান্তি ও সহাবস্থান বজায় রাখতে হলে উগ্রতা হঠকারিতা বাদ দিয়ে অন্যের ধর্ম বিশ্বাসের উপর শ্রদ্ধাবোধ থাকতে হবে। আজকে ভারতের দিল্লীতে মুসলমানদের মসজিদ, ধর্ম গ্রন্থ পবিত্র কোরআন ও আবাসস্থল পুড়িয়ে দেয়া হচ্ছে। হত্যা ও নির্যাতন করা হচ্ছে নিরীহ নিরপরাধ মুসলিম নারী-পুরুষ শিশুদেরকে। তিনি মুসলমানদের উপর এই জঘন্য ও নির্মম হত্যা নির্যাতনের তীব্র নিন্দা জানান। তিনি আরো বলেন, এই ভারতবর্ষ সহস্র বছর মুসলমানরা শাসন করলেও কোথাও কোন মন্দির, গীর্জা, প্যাগোডা আক্রমণ, ভাঙ্গার বা অন্য ধর্মের কাউকে জোর করে ধর্মান্তরিত করার চিন্তাও করেনি। যদি তাই হতো তাহলে আজকে ভারতে হিন্দু ধর্মের অস্তিত্বও থাকতো না। সাইফুদ্দীন আহমদ মাইজভা-ারী গতকাল শনিবার উত্তর হালিশহর চৌধুরী পাড়া মসজিদ সংলগ্ন মাঠে খাজা গরীবে নাওয়াজ (রা)’র ওরশ শরীফ উপলক্ষে ২৬নং ওয়ার্ড মইনীয়া যুব ফোরামের আয়োজনে অনুষ্ঠিত মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। মাহফিলে সভাপতিত্ব করেন মাহফিল উদ্যাপন কমিটির সভাপতি মো. বাবর। বিশেষ অতিথি ছিলেন খলিফায়ে গাউছুল আ’যম শাহ্ মো. সামশুল আলম সানজরী মাইজভা-ারী, ৩৭নং ওয়ার্ড কাউন্সিলর আবুল হাশেম, লায়ন মো. হোসেন ইলিয়াস। মাহফিলে প্রধান বক্তা ছিলেন মুফতী বাকী বিল্লাহ আল-আযহারী। বিশেষ বক্তা ছিলেন শায়ের এনাম রেজা। আলোচনায় অংশগ্রহণ করেন আন্জুমান সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন ভূঁইয়া, মহানগর মইনীয়া যুব ফোরাম সভাপতি গিয়াস উদ্দিন নোমান, সহসাধারণ সম্পাদক মিজানুর রহমানসহ আন্জুমান, মইনীয়া যুব ফোরামের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ।-বিজ্ঞপ্তি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট