চট্টগ্রাম শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

চট্টগ্রামে পথশিশুদের সাথে মঞ্চে হাঁটলেন বিবি রাসেল

১ মার্চ, ২০২০ | ১:৩৫ পূর্বাহ্ণ

কারো বয়স ছয়, কারো নয়, কারো আবার দশ। এমন নানা বয়সের অধিকারবঞ্চিত শিশুদের নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে ফ্যাশন ফর লাইফ। শুক্রবার রাতে সিআরবি’র শিরীষতলায় এই শিশুদের নিয়ে র‌্যাম্পে হেঁটেছেন বিশ্বখ্যাত ফ্যাশন ডিজাইনার বিবি রাসেল। পঞ্চমবারের মতো ভিন্নধর্মী এই আয়োজনে অধিকারবঞ্চিত শিশুদের নিয়ে ফ্যাশন শো ছাড়াও ছিলো ক্রীড়া, চিত্রাংকন ও সাংস্কৃতিক প্রতিযোগিতা।

র‌্যাম্প শেষে বিশ্বখ্যাত এই ডিজাইনার বলছিলেন, ‘আমি বিশ্বের অনেক দেশেই গেছি। কিন্তু অধিকারবঞ্চিত শিশুদের মূল ¯্রােতে যুক্ত করার এমন ব্যতিক্রম ও মনোমুগ্ধকর আয়োজন এবারই প্রথম দেখছি। একদিন এই শিশুরাই সমাজের মূল ¯্রােতে নেতৃত্ব দিবে।’

ফ্যাশন ফর লাইফ পঞ্চমবারের মতো এই অনুষ্ঠান আয়োজন করেছে। অনুষ্ঠানে বিবি রাসেল ছাড়াও শিশুদের সঙ্গে একই মঞ্চে হেঁটেছেন গুণীজন একুশে পদকপ্রাপ্ত বংশীবাদক ক্যাপ্টেন (অব.) আজিজুল ইসলাম, টুুরিস্ট পুলিশের এসপি আপেল মাহমুদ, সানশাইন গ্রামার স্কুলে প্রতিষ্ঠাতা অধ্যক্ষ সাফিয়া গাজী রহমান, ফ্যাশন ডিজাইনার রওশন আরা চৌধুরী, কোতোয়ালী থানার ওসি মোহাম্মদ মহসিন, চট্টগ্রাম ক্লাবের ভাইস প্রেসিডেন্ট মঞ্জুরুল হক, র‌্যাংকস এফসি’র সিইও তানভির শাহরিয়ার রিমন, হোটেল এলিনা’র ব্যবস্থাপনা পরিচালক রুবেল সাহা। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে শিশু অধিকার নিয়ে নাটিকা, নৃত্য ও গান পরিবেশন করে এশিয়ান উইমেন ইউনিভার্সিটি, ইস্ট ডেল্টা ইউনিভার্সিটি কালচারাল ক্লাব, রেড ক্রিসেন্ট ইয়ুথ, চট্টগ্রাম কলেজের শিক্ষার্থীরা। এছাড়া কৌতুক ও জাদু পরিবেশন করে সাউদার্ন ইউনিভার্সিটির শিক্ষার্থী মাসুদ ও ফয়সাল। তৃতীয় পর্বে পেশাদার মডেলদের সাথে ফ্যাশন ক্যাটওয়াকে অংশ নেয় পথশিশুরা। এছাড়া তারা দলীয় ও একক নৃত্য, গান ও নাটিকা পরিবেশন করে।-বিজ্ঞপ্তি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট