চট্টগ্রাম শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

বান্দরবানের জামছড়ি পাড়ায় সেনাবাহিনীর চিকিৎসা ক্যাম্প

২৯ ফেব্রুয়ারি, ২০২০ | ৫:০৫ পূর্বাহ্ণ

বান্দরবানের জামছড়ি পাড়ায় সেনাবাহিনীর উদ্যোগে গরীব ও অসহায় রোগীদের বিনামূল্যে চিকিৎসা সেবা দেয়া হয়েছে গত ২৭ ফেব্রুয়ারি।
বান্দরবান সদর জোন ২৬’র ক্যাপ্টেন ডা. মো. সানাউল্লা ও ডা. মুমতারি মুনমুনের নেতৃত্বে সেনাবাহিনীর মেডিকেল টিম বিনামূল্যে এই চিকিৎসা সেবা প্রদান করেন। এ সময় জামছড়ি মুখ পাড়া, ভিতর পাড়া, খামাদং পাড়াসহ বেশ কয়েকটি পাড়ার তিন শতাধিক নারী, পুরুষ ও শিশুরা বিনামূল্যে এই চিকিৎসা সেবা গ্রহণ করেন। চিকিৎসা ক্যাম্পে শিশু, মহিলা ও প্রসুতি মায়েদের চিকিৎসা ছাড়া ও বিভিন্ন রোগের চিকিৎসার পরামর্শ ও বিনামূল্যে প্রয়োজনীয় ঔষধ বিতরণ করে সেনাবাহিনীর সদস্যরা। এ সময় বাচ্চাদের জন্য কৃমিনাশক ট্যাবলেট এবং ওরস্যালাইন বিতরণ করা হয়।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট