চট্টগ্রাম শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

উখিয়ার বালুখালী জার্মান মন্ত্রীর রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন

নিজস্ব সংবাদদাতা, উখিয়া

২৮ ফেব্রুয়ারি, ২০২০ | ২:২১ পূর্বাহ্ণ

কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা শরণার্থীদের অবস্থা সরেজমিনে এসে দেখে গেলেন ঢাকায় সফররত জার্মানির অর্থনৈতিক সহযোগিতা এবং উন্নয়নবিষয়ক কেন্দ্রীয় মন্ত্রী ড. গার্ড মুলার। এ সময় তিনি উখিয়ায় আশ্রিত রোহিঙ্গাদের নানা দুঃখ-দুর্দশার কথাও শোনেন।

গত বুধবার বেলা ১২টার দিকে কক্সবাজারের উখিয়ার বালুখালীর ১৮ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে পৌঁছান জার্মান মন্ত্রী গার্ড মুলার। এরপর তিনি সেখানে রোহিঙ্গাদের মাল্টিপারপাস ও লার্নিং সেন্টার ঘুরে দেখেন। এসময় রোহিঙ্গারা তাদের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন।

এসব তথ্য নিশ্চিত করে অতিরিক্ত শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মোহাম্মদ সামছুদ্দৌজা বলেন, ‘বাংলাদেশ সফররত জার্মানির অর্থনৈতিক সহযোগিতা এবং উন্নয়নবিষয়ক মন্ত্রী গার্ড মুলার উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প পরির্দশনে আসেন। এ সময় তিনি রোহিঙ্গা ক্যাম্প ঘুরে দেখেন এবং রোহিঙ্গাদের সাথে কথা বলেন। পরে বিকেলে কক্সবাজারের উদ্দেশে উখিয়া ত্যাগ করেন।’

একইদিন সকাল ১০টার দিকে কক্সবাজারে পৌঁছান বাংলাদেশ সফররত গার্ড মুলার। এর আগে তিনি মঙ্গলবার গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট