চট্টগ্রাম শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

জলাবদ্ধতা নিরসনের প্রতিশ্রুতি রেজাউলের
জলাবদ্ধতা নিরসনের প্রতিশ্রুতি রেজাউলের

জলাবদ্ধতা নিরসনের প্রতিশ্রুতি রেজাউলের

নিজস্ব প্রতিবেদক

২৭ ফেব্রুয়ারি, ২০২০ | ৪:৩১ অপরাহ্ণ

চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী এম রেজাউল করিম চৌধুরী মনোনয়ন ফরম জমা দিয়েছেন আজ বৃহস্পতিবার। আজ শেষ দিনে বিএনপি মেয়র প্রার্থী ডা. শাহাদাত হোসেনও মনোনয়ন ফরম জমাদনে। এছাড়া অনেক কাউন্সিলর প্রার্থী ও ফরম জমা দিয়েছেন।

আজ বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) মনোনয়ন ফরম জমা শেষে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী এম রেজাউল করিম চৌধুরী সাংবাদিকদের বলেন, মেয়র হিসেবে নির্বাচিত হলে আমার প্রথম কাজ জলাবদ্ধতা নিরসন করা। জলাবদ্ধতা নিরসনে চলমান কাজ সুষ্ঠুভাবে সম্পন্ন হলে অনেকাংশেই জলাবদ্ধতার হাত থেকে রক্ষা পাবে জনগণ। তাছাড়া পূর্ববর্তী মেয়রের অসম্পন্ন কাজ সম্পন্ন করবো।

আগের ধারাবাহিকতা বজায় রেখে পরিবেশবান্ধব, সুস্থ ও স্বাস্থ্যসম্মত চট্টগ্রাম করা হবে। এ জন্য বিশেষজ্ঞদের সহায়তায় সমন্বিত প্রয়াস নেওয়া হবে। 

বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) বেলা পৌনে ১২টায় চট্টগ্রাম আঞ্চলিক নির্বাচন কমিশন কার্যালয়ে চসিক নির্বাচনের রিটার্নিং অফিসার মোহাম্মদ হাসানুজ্জামানের কাছে মনোনয়ন ফরম জমা দেন তিনি।

এসময় আরও উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী, চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন, সহ-সভাপতি খোরশেদ আলম সুজন, ইব্রাহিম হোসেন চৌধুরী বাবুল, উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি এমএ সালাম, দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান, মহানগর আওয়ামী লীগের কোষাধ্যক্ষ আবদুচ ছালাম সহ আওয়ামী লীগের নেতাকর্মীরা।

 

পূর্বকোণ/পিআর 

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট