চট্টগ্রাম শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪

কক্সবাজার ইয়াবা গ্রেপ্তার
কক্সবাজার ইয়াবা গ্রেপ্তার

রামুতে র‌্যাবের হাতে গাঁজাসহ আটক ৩

কক্সবাজার সংবাদদাতা

২৭ ফেব্রুয়ারি, ২০২০ | ১:৩৬ অপরাহ্ণ

কক্সবাজারের রামুতে একটি বসতবাড়িতে অভিযান চালিয়ে সাড়ে ৫ কেজি গাঁজাসহ ৩ জনকে আটক করেছে র‌্যাপিড একশন ব্যাটলিয়ন (র‌্যাব)- ১৫ এর সদস্যরা। আজ বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) সকাল ১১ টার দিকে র‌্যাবের সহকারী পরিচালক (মিডিয়া) আবদুল্লাহ মোহাম্মদ শেখ সাদী এর স্বাক্ষরিত বার্তায় জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (২৬ ফেব্রুয়ারি) রাত ৯ টারদিকে রামু উপজেলা হাসপাতাল পাড়া এলাকার একটি বসতবাড়িতে অভিযান চালানো হয়। অভিযানে গাঁজা বিক্রির সময় তিনজনকে আটক করা হয়েছে।

আটককৃতরা হলেন; হাসপাতাল পাড়ার মো. আবু তাহেরের ছেলে মো. আবু তালেব (২৩), ঈদগড় বড়বিলের মৃত আবুল কাশেমের ছেলে মো. ফারুক (২৭) এবং কক্সবাজার সদর থানার পূর্ব নাপিতখালীর মোহাম্মদ আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ হোছাইন (২৮)। তাদের কাছ থেকে সাড়ে ৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় একজন পলাতক রয়েছে বলে র‌্যাব জানায়। উদ্ধারকৃত গাঁজাসহ আটককৃত আসামিদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য রামু থানায় হস্তান্তর করেছে র‌্যাব।

 

 

 

 

 

পূর্বকোণ/এম

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট