চট্টগ্রাম শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

ফের বাঁশখালীতে পৃথক ফিশিং ট্রলার ডুবিতে নিহত ২, নিখোঁজ ৪

বাঁশখালী সংবাদদাতা

১৯ ফেব্রুয়ারি, ২০২০ | ৬:০২ অপরাহ্ণ

চট্টগ্রামের বাঁশখালী উপজেলা খানখানাবাদ কদমরসুল হতে কুতুবদিয়া দরবারে বার্ষিক ওরশ শরীফ যাওয়ার পথে গন্ডামারা খাটখালী সাগর মোহনায় ফিশিং ট্রলার ডুবির ঘটনা ঘঠেছে। এতে ঘটনাস্থলে ২ জন নিহত। গন্ডামারা মোহনায় নিখোঁজ রয়েছে আরো অন্তত ৪ জন।

আজ বুধবার (১৯ ফেব্রুয়ারি) খানখানা বাদ থেকে সকাল ৯ টায় রওনা দেয়ার পর ১১টার দিকে গন্ডামারা মোহনায় সংগঠিত পৃথক ট্রলারডুবির ঘটনা দুটি ঘটে।

নিহতরা হলেন- খানখানাবাদ ইউনিয়নের ৯নং ওয়ার্ডের মৃত ইদ্রিস মিয়ার পুত্র আবদুল মালেক (৫০) ও ২নং ওয়ার্ডের কদম রসুল গ্রামের জালাল (৩২)।

স্থানীয় সূত্রে জানা যায়, কক্সবাজারের কুতুবদিয়া আল্লামা শাহ আব্দুল মালেক শাহ কুতুবীর বার্ষিক ওরশ শরীফে যোগদান করতে খানখানাবাদসহ বিভিন্ন এলাকা হতে দেড় শতাধিক যাত্রী দুটি ফিশিং ট্রলার যোগে জলকদর খাল হয়ে কুতুবদিয়ার উদ্দেশ্যে রওনা দেয়। ট্রলার ডুবির খবর আশপাশে ছড়িয়ে পড়লে স্থানীয় লোকজন দ্রুত নদীতে নেমে দুর্ঘটনা কবলিত মানুষদেরকে উদ্ধারে নামে।

খানখানাবাদের লোকজন জানান, ইউনিয়নের কদমরসুলগ্রাম হতে অতিরিক্ত যাত্রী বোঝাই নিয়ে মো.হারুনের মালিকানাধীন একটি ফিশিং বোট সকাল ৯টার দিকে রওনা দেয়। অতিরিক্ত যাত্রী বোঝাই ইঞ্জিন চালিত বোটটি গন্ডামারা খাটখালী মোহনায় পৌঁছলে হঠাৎ ঢেউয়ের তোড়ে উল্টে যায়। এ সময় শতাধিক যাত্রী সাতার কেটে কূলে উঠতে সক্ষম হলে ৪জন নিখোঁজ থাকে। দুপুর ১২টার দিকে স্থানীয় জেলেরা ভাসমান অবস্থায় খানখানাবাদ ইউনিয়নের ৯নং ওয়ার্ডের মৃত ইদ্রিস মিয়ার পুত্র আবদুল মালেক (৫০) ও ২নং ওয়ার্ডের কদম রসুল গ্রামের মোহাম্মদ জালাল (৩২)।

গন্ডামারা রুহুল্লার বাড়ীর প্রত্যক্ষদর্শী মো.সেলিম বলেন, গন্ডামারা ইউনিয়নের খাটখালী মোহনায় ট্রলার ডুবির ঘটনায় ২ জনের লাশ ভাসমান অবস্থায় উদ্ধার করে তাদের পরিবারের লোকজন নিয়েগেছে। আরো নিঁেখাজ রয়েছে। গন্ডামারা ইউনিয়নের ইউপি সদস্য আনোয়ারুল ইসলাম বাদশা বলেন,গন্ডামারা খাটখালী মোহনায় ট্রলার ডুবিতে ২জন মারা গেছে। নিখোঁজ ও রয়েছে।

বাঁশখালী থানার অফিসার ইনচার্জ(ওসি) মো.রেজাউল করিম মজুমদার বলেন, ‘খানখানাবাদে ২ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। কাথরিয়ার ঘটনায় লাশ দুটি দাফনের ব্যবস্থা চলছে। এব্যাপারে পৃথক দুটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।’

বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোমেনা আক্তার বলেন, ‘বাঁশখালী উপজেলার খানখানাবাদ ও কাথরিয়া থেকে দুটি পৃথক মাছ ধরার বোট নিয়ে কুতুবদিয়া দরবার শরীফে যাওয়ার পথে জলকদরখালে ও গন্ডমারা মোহনায় পৃথক দুর্ঘটনা দুটি ঘটে। এতে ৪জন মারা গেছে। বিষয়টি উর্দ্ধতন  কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। ’

উল্লেখ্য, সকালে ৯টার দিকে কাথরিয়া ট্রলারডুবির ঘটনায় বাঁশখালী থানা ও ফায়ার সার্ভিসের সদস্যরা জলকদর খালে দুপুর ২টা ৪৫ মিনিটে আমান উল্লাহর ছেলে মিনহাজ (১০) এর লাশ উদ্ধার করে। এছাড়া মৃত রওশনুজ্জমার ছেলে মো.আক্কাছ (৩০) ঘটনাস্থলে মৃত্যু হয়।

 

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট