চট্টগ্রাম শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

টাকা পরিশোধ না করলে গ্যাস নয়: কেজিডিসিএল

নিজস্ব প্রতিবেদক

১৯ ফেব্রুয়ারি, ২০২০ | ৫:৫৮ অপরাহ্ণ

কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (কেজিডিসিএল) কর্তৃপক্ষ জানিয়েছে, চট্টগ্রাম জেনারেল হাসপাতাল কর্তৃপক্ষ বকেয়া বিল পরিশোধ না করলে গ্যাস সংযোগ দেয়া হবে না। প্রায় চার বছরের বিল বকেয়া থাকায় আন্দরকিল্লায় অবস্থিত জেনারেল হাসপাতালে সোমবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়। আকস্মিক গ্যাসের সংযোগ বিচ্ছিন্ন করায় হাসপাতালে ভর্তি থাকা ১৮০ জন রোগীর খাবার সরবরাহ নিয়ে বিপাকে পড়েন সংশ্লিষ্টরা। ২৫০ শয্যার হাসপাতালটিতে রোগীদের দুইবেলা খাবার সরবরাহ করা হচ্ছে লাকড়ির চুলা বানিয়ে রান্না করে।

কেজিডিসিএলের জোন পরিচালক জসিম উদ্দিন  বলেন, গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করার পর হাসপাতাল কর্তৃপক্ষ এখনও আবেদন করেনি। আবেদন করার পর বকেয়া বিল পরিশোধ করলে দ্রুত সময়ের মধ্যে গ্যাস সংযোগ দেয়া হবে।

 

 

 

 

 

 

 

 

 

 

 

পূর্বকোণ/এম

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট