চট্টগ্রাম শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

চট্টগ্রামে শুরু হয়েছে পাঁচদিনব্যাপী রঙিন বসন্ত মেলা

বিজ্ঞপ্তি

১১ ফেব্রুয়ারি, ২০২০ | ৪:৫৯ অপরাহ্ণ

চট্টগ্রামে শুরু হয়েছে পাঁচদিনব্যাপী মেমসাহেব আয়োজিত নারী উদ্যোক্তা মেলা। আজ মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে নগরীর শিল্পকলা একাডেমিতে উদ্যোক্তাদের আয়োজনে পাঁচদিনব্যাপী রঙিন বসন্ত মেলার উদ্বোধন করেন চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ ইলিয়াস হোসেন।

এ সময় জেলা প্রশাসক বলেন, ‘অর্থনীতিকে শক্তিশালী করতে চাইলে উদ্যোক্তা তৈরির কোন বিকল্প নেই। ক্ষুদ্র মাঝারী শিল্প উদ্যোক্তাদের সহায়তায় সরকার অত্যন্ত আন্তরিক। নারী উদ্যোক্তাদের সহায়তায় প্রশাসন সব রকম সহযোগিতা করবে।’

মেলা পরিদর্শন করেন বিশেষ অতিথি চট্টগ্রাম চেম্বার অব কমার্স এন্ড ইন্ড্রাস্ট্রিজের পরিচালক ও বিজিএমইএ’র সাবেক প্রথম সহ সভাপতি এস এম আবু তৈয়ব। তিনি বলেন, ‘বাংলাদেশের অর্থনীতির মূল চালিকা শক্তিই হল নারী। তারা সবাই যদি এমনভাবে এগিয়ে এসে ক্ষুদ্র ও মাঝারী শিল্প গড়ে তোলে তবেই দেশ এগিয়ে যাবে দেশ। মূলত অনলাইনে বিক্রি করা সব উদ্যোক্তাদের পণ্য সরাসরি দেখে যাচাই বাছাই করে কিনতে এ মেলার আয়োজন করেছে নারী উদ্যোক্তাদের সংগঠন মেমসাহেব। ’

আয়োজক মেমসাহেবের কর্ণধার নারী উদ্যেক্তা ফারিহা ইসলাম সুমাইয়া বলেন, ‘এসব নারী উদ্যোক্তাদের উৎসাহিত করতে সরকারকে সহজ শর্তে সরকারি ও বেসরকারি ঋণের ব্যবস্থা করতে হবে। তবেই এসব উদ্যোক্তারা আরো বৃহৎ আকারে কাজ করার সুযোগ পাবে। সৃষ্টি হবে কর্মসংস্থান। তিনি আরো বলেন, যারা অনলাইনে পণ্য ক্রয় করেন তারা অনেকেই হয়ত পণ্যের সঠিক মানের ব্যাপারে নিশ্চিত হতে পারেন না । তবে মেলায় সরাসরি পণ্য দেখার ফলে ক্রেতারাও এখন সন্তুষ্ট।

মেলায় ক্রেতাদের সামনে তাদের তৈরি পণ্য নিয়ে ১৮ টি স্টলে হাজির হয়েছেন ৩০ জন নারী উদ্যোক্তা। এতে যেমন উপকৃত হচ্ছেন নারী উদ্যোক্তারা তেমনি এক ছাদের নিচে সকল পণ্য পেয়ে খুশি ক্রেতা দর্শনার্থীরা। ’

প্রতিদিন সকাল ১০ টা থেকে সন্ধ্যা ৭ টা পর্যন্ত চলবে এ মেলা। মেলা শেষ হবে আগামী ১৫ ফেব্রুয়ারি।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, মেমসাহেব সংগঠনের প্রধান উপদেষ্টা প্রকৌশলী মোহাম্মদ নাঈমুল ইসলাম চৌধুরী, তরুণ উদ্যোক্তা সাজিদ হক প্রমুখ।

 

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট