চট্টগ্রাম শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪

শিক্ষাসামগ্রী প্রদান ও পুরস্কার বিতরণ

মফস্বল ডেস্ক

১১ ফেব্রুয়ারি, ২০২০ | ৭:৩৯ পূর্বাহ্ণ

উপজেলার বিভিন্ন বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও শিক্ষাসামগ্রী প্রদান করা হয়েছে।
বাবে হামদু মিয়া হেফজখানা: রাউজানের নিজস্ব সংবাদদাতা জানান, প্রতিষ্ঠানের সালানা জলসা উপলক্ষে কেরাত ও নাত-ই রাসুল (স.) প্রতিযোগিতা এমদাদ হোসেন সওদাগরের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে দেড় শতাধিক প্রতিযোগী অংশগ্রহণ করে। উভয় ইভেন্টে দশজন করে ২০ জনকে পুরস্কৃত করা হয়। অনুষ্ঠানে অতিথি ছিলেন মুফতি ইব্রাহিম আল কাদেরী, অধ্যক্ষ ইব্রাহিম নঈমী, অধ্যক্ষ আবু জাফর সিদ্দিকী, উপাধ্যক্ষ চৌধুরী নুরুল মোনাওয়ার, মারেফাতুন্নুর, ইউনুস রেজভী, সালেহ সুফিয়ান ফরহাদাবাদী, শায়েস্তা খান আল আজহারী, সালাহউদ্দিন, মাওলানা হাফেজ শাহ আলম, মাওলানা কাজী আকবর, মাওলানা আবুল বশর মাইজভা-ারী, মাওলানা কাজি মো. হাবীবুল হোসাইন, মাওলানা বাহাউদ্দীন, মাওলানা কাজী ফরিদ উদ্দিন, মাওলানা মুঈনদ্দিন, মাওলানা আইয়ুব বদরী, মাওলানা কেএম বেলাল হোসেন প্রমুখ।

সীতাকু-: নিজস্ব সংবাদদাতা জানান, চাটগাঁরবাণীডটকমের উদ্যোগে নারী শিক্ষা বৃত্তি প্রদান ও কথা সাহিত্যিক ফারুক মঈন উদ্দীনের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে গত ৭ ফেব্রুয়ারি। ফারুক মঈন উদ্দীনের সভাপতিত্বে সীতাকু- পাবলিক লাইব্রেরি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রামের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (উন্নয়ন) নুরুল আলম নিজামী। চাটগাঁর বাণী সম্পাদক মো. ইউসুফ ও ব্যাংক কর্মকর্তা স্বপন কুমার নাথের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন জেলা পরিষদ সদস্য আ.ম.ম দিলসাদ, মো. ইউছুপ আলী, উপজেলা সাংস্কৃতিক পরিষদের সভানেত্রী সুরাইয়া বাকের, সীতাকু- উপজেলা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আবু বকর একেএম মসিউদ দৌলাহ, উপজেলা এসিল্যান্ড সৈয়দ মাহবুবুল হক।

উত্তর রাঙ্গুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়: নিজস্ব সংবাদদাতা জানান, প্রতিষ্ঠানের বার্ষিক ক্রীড়া, সাহিত্য প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও কৃতী শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে গত ৮ ফেব্রুয়ারি। বিদ্যালয় মাঠে পরিচালনা পরিষদের সভাপতি ডা. শাহ আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের ধর্মবিষয়ক সম্পাদক জসিম উদ্দিন তালুকদার। সংবর্ধিত অতিথি ছিলেন সুদানে জাতিসংঘ মিশনে কর্মরত বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর মো. আলমগীর, পোমরা উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক মাস্টার ইদ্রিচ মিয়া তালুকদার। উদ্বোধক ছিলেন কাজী টিম্বার গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান কাজী এম.ও ফারুক আরমান। প্রধান আলোচক ছিলেন লালানগর ইউপি চেয়ারম্যান মীর তৌহিদুল ইসলাম কাঞ্চন। বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক শান্তনু বিশ্বাস, বিধান দেওয়ানজি, লালানগর ইউনিয়ন আ.লীগের সভাপতি শামসুল আলম তালুকদার, সাধারণ সম্পাদক মীর গোলাম মোস্তাফা বাবুল, মাস্টার ইসকান্দর মিয়া তালুকদার, প্রাথমিক শিক্ষক সমিতি রাঙ্গুনিয়া উপজেলা শাখার সভাপতি মো. আক্কাছ, সাধারণ সম্পাদক মো. ইউছুফ, দক্ষিণ রাজানগর ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক মো. জামাল উদ্দিন, সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন তালুকদার, শিক্ষানুরাগী প্রকৌশলী মো. শাহ আলম, ইউসিবিএল ব্যাংক সরফভাটা শাখার অপারেশন ম্যানেজার মঈন উদ্দিন তালুকদার, স্টান্ডার্ড ব্যাংক আগ্রাবাদ শাখার ফাস্ট এভিপি মো. নুরুল আলম, লালানগর ইউপি সদস্য কাজী মঈন উদ্দিন, বিদ্যালয়ের শিক্ষক মাস্টার আবদুল কাদের, মাস্টার মো. মুছা প্রমুখ।

রাউজান সরকারি কলেজ: নিজস্ব সংবাদদাতা জানান, প্রতিষ্ঠানের উদ্যোগে বার্ষিক ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে গত ৮ ফেব্রুয়ারি। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এবিএম ফজলে করিম চৌধুরী এমপি। উপজেলা নির্বাহী কর্মকর্তা জোনায়েদ কবীর সোহাগের সভাপতিত্বে বক্তব্য রাখেন অধ্যক্ষ একেএম আবদুর রশীদ, অধ্যাপক সেলিম নেওয়াজ চৌধুরী, উপজেলা সহকারী ভূমি কমিশনার মামনুন আহমেদ অনিক, কদলপুর স্কুল এন্ড কলেজের গভর্নিং বডির সভাপতি নিজাম উদ্দিন আহমেদ চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আনোয়ারুল ইসলাম, প্যানেল মেয়র জমির উদ্দিন পারভেজ, আওয়ামী লীগ নেতা স্বপন দাশগুপ্ত, কামরুল ইসলাম বাহাদুর, ইরফান আহমদ চৌধুরী, এডভোকেট দীপক কান্তি দত্ত, কাউন্সিলর এডভোকেট দীলিপ কুমার চৌধুরী, ইউপি চেয়ারম্যান বিএম জসিম উদ্দিন হিরু, অধ্যক্ষ ড. এটিএম শাহ আলম সিকদার, উপাধ্যক্ষ সৈয়দ আহমেদ, অধ্যাপক নুরুল আব্বাস, জহিরুল ইসলাম, নুরুল আজিম, অর্পন ব্যানার্জী, মো. হাবিবুল্লাহ, মো. মহিউদ্দিন, সৈয়দা রেহেনা আফরোজ, মাসুদ রানা, অপর্ণা চৌধুরী, প্রধান শিক্ষক হাবিবুল হক, কামাল উদ্দিন আহমেদ, জসিম উদ্দিন চৌধুরী, নুরুল আমিন, মুছা আলম খান চৌধুরী, আহসান হাবিব চৌধুরী হাসান, শওকত হাসান, তপন দে, জিল্লুর রহমান মাসুদ, শাখাওয়াত হোসেন চৌধুরী পিবলু, এসএম লিটন, অনুপ চক্রবর্তি, মো. আসিফ, আরমান সিকদার, ফয়সাল মাহামুদ প্রমুখ।

ইসলামিক ফাউন্ডেশন রাউজান: নিজস্ব সংবাদদাতা জানান, প্রতিষ্ঠানের উদ্যোগে উপজেলার কৃতী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয় সম্প্রতি। ফাউন্ডেশনের ফিল্ড সুুপারভাইজার মো. খোরশেদুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক মো. মুনিরুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন রাঙ্গুনিয়া উপজেলা ফিল্ড সুপারভাইজার সৈয়দ মোকাম্মেল হক শাহ। মাওলানা আব্দুল করিমের সঞ্চালনায় বক্তব্য রাখেন মাওলানা এমএ মতিন, মাওলানা ইয়াছিন, মাওলানা তরিকুল ইসলাম প্রমুখ।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট