চট্টগ্রাম শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

আ. লীগের মনোনয়ন নিলেন ৯৭ জন

চসিক নির্বাচন হ মেয়র পদে ৪ জন কাউন্সিলরে ৯৩

নিজস্ব প্রতিবেদক

১১ ফেব্রুয়ারি, ২০২০ | ৭:২৩ পূর্বাহ্ণ

আসন্ন সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের দলীয় মনোনয়নপত্র সংগ্রহ করেছেন ৯৭ জন। এরমধ্যে মেয়র পদে চার জন ও সাধারণ-সংরক্ষিত কাউন্সিলর পদে নিয়েছেন ৯৩ জন।

আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ-দপ্তর সম্পাদক সায়েম খান জানান, মেয়র পদে দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন সাবেক মন্ত্রী নূরুল ইসলাম বিএসসি, নগর আওয়ামী লীগের সহ-সভাপতি খোরশেদ আলম সুজন, যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল করিম চৌধুরী ও নুরুল ইসলাম বিএসসি’র ছেলে মুজিবুর রহমান।
দলীয় সূত্র জানায়, কাউন্সিলর ও সংরক্ষিত কাউন্সিলর পদে ফরম সংগ্রহকারীদের মধ্যে উল্লেখযোগ্যরা হচ্ছেন ৩৩ নং ফিরিঙ্গীবাজার ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর হাসান মুরাদ বিপ্লব, ৩২ নং আন্দরকিল্লা ওয়ার্ডের কাউন্সিলর জহরলাল হাজারী, ১০ নং উত্তর কাট্টলি ওয়ার্ডের কাউন্সিলর নেছার আহমদ মঞ্জু, ৬ নং পূর্ব ষোলশহর ওয়ার্ডের কাউন্সিলর এম আশরাফুল আলম, ১১ নং দক্ষিণ কাট্টলী ওয়ার্ডের কাউন্সিলর মোরশেদ আকতার চৌধুরী, ১৪ নং লালখান বাজার ওয়ার্ডের কাউন্সিলর এ এফ কবির আহমেদ মানিক, ১৩ নং পাহাড়তলী ওয়ার্ডের কাউন্সিলর মোহাম্মদ হোসেন হিরণ, আন্দরকিল্লা ওয়ার্ডে আওয়ামী লীগ নেতা আশীষ ভট্টাচার্য্য, এমইএস কলেজের ভিপি ওয়াসিম উদ্দিন, সিটি কলেজের সাবেক জিএস আবদুস সালাম মাসুদ, জসিম উদ্দিন।
সংরক্ষিত মহিলা ওয়ার্ডে উল্লেখ্যযোগ্য হলেন, জাহেদা বেগম পপি, নার্গিস আকতার।

আগামী ১৬ ফেব্রুয়ারি চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে। নির্বাচনে মেয়র ও সম্ভাব্য কাউন্সিলর প্রার্থী মনোনয়নের জন্য দলীয় ফরম বিক্রি শুরু করেছে আওয়ামী লীগ। আজ ও কাল পর্যন্ত ফরম বিক্রি করা হবে। ফরম জমা দেওয়ার শেষ তারিখ ১৪ ফেব্রুয়ারি।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট