চট্টগ্রাম শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪

ডা. মজহারুল হক হাইস্কুলে সেন্ট্রাল লায়ন্স ও লিও ক্লাবের সেবা কার্যক্রম

১০ ফেব্রুয়ারি, ২০২০ | ৬:৩৫ পূর্বাহ্ণ

লায়ন্স ক্লাব এবংলিও ক্লাব অব চিটাগাং সেন্ট্রালের উদ্যোগে শেরশাহ স্মার্ট হেলথ ্ক্লাবের সহযোগিতায় গত ৭ ফেব্রুয়ারি আয়োজিত ডা. মজহারুল হক হাইস্কুলে চক্ষুশিবির, ব্লাড গ্রুপনির্ণয়, ডায়বেটিক পরীক্ষা, শিক্ষা সামগ্রীসহ স্কুলব্যাগ বিতরণ করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে লায়ন্স জেলার ৩১৫-বি৪ এর প্রাক্তন গভর্নর মো. মোস্তাক হোসাইন এমজেএফ বলেছেন, লায়ন্স ক্লাব অব চিটাগাং সেন্ট্রাল জেলা গভর্ণরের ডাককে সার্থক করতে এবং দরিদ্র মানুষের পাশে দাঁড়াতে এবং ওদের মুখে একটু হাসি ফুটাতে প্রত্যন্ত অঞ্চলে দরিদ্র মানুষদের নিয়ে নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। সেন্ট্রাল লায়ন্স ক্লাবের সভাপতি লায়ন মো. শফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লায়ন্স জেলা ৩১৫-বি৪ এরগভর্নর এডভাইজর লায়ন ডা. দুলাল দাশ, লায়ন ডাঃ হাবিবুর রহমান, আরসি হেডকোয়ার্টার লায়ন কহিনুর কামাল, রিজিয়ন চেয়ারপার্সন লায়ন এডভোকেট এম নুরুলইসলাম, জোন চেয়ারপার্সন লায়ন হাসান মাহমুদ চৌধুরী, লায়ন নাজমুল কবির খোকন, লায়ন্স ক্লাব অব চিটগাং ইমপেরিয়ার সিটিক্লাবের সভাপতি মাস্তফা কামাল ভূইয়া, সদস্য সর্দার মো. জোবায়ের, স্মার্টহেলথ ্ক্লাবের সভাপতি মহিউদ্দিন বাবর মুকুল, সিনিয়র সহ-সভাপতি এডভোকেট তাহেরুল ইসলাম, সাধারণ সম্পাদক নাজমুল করিম মনসুর। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন ফারহানা সাজেক।

সেন্ট্রাল লিওক্লাব সভাপতি লিও জায়েদ হোসেন, সদ্য প্রাক্তন সভাপতি লিও দীপ্ত দে, সহ-সভাপতি লিও শ্রী স্বর্গ সোহন, লিও আসিফ, লিও হৃদ্দিমানবড়–য়া, লিও ফারজানা আক্তার, লিও আসমা, লিও মোশারফসহ প্রমুখ।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট