চট্টগ্রাম শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪

পটিয়ায় ছিনতাইকারীর কবলে সার্ভেয়ার রবিন

নিজস্ব প্রতিবেদক

২ ফেব্রুয়ারি, ২০২০ | ১২:১৯ পূর্বাহ্ণ

পটিয়া উপজেলার দক্ষিনভূর্ষি ইউনিয়নের খানমোহনা এলাকায় ছিনতাইকারীর কবলে পড়েছেন পটিয়া সাব-রেজিষ্ট্রি অফিসের সার্ভেয়ার রবিন দাশ (৩৪)।

শনিবার (১ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৪ টার দিকে পেশাগত কাজ শেষে বাড়ি ফেরার পথে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় সার্ভেয়ার রবিন দাশ বাদী হয়ে পটিয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

সার্ভেয়ার রবিন দাশ বলের, ‘দক্ষিণভূর্ষি ইউনিয়নের রাসেল স্মৃতি পাঠাগার এলাকায় পূর্বে পরিমাপকৃত জায়গা পরিদর্শন করতে যায়। সেখান থেকে বাড়ি ফেরার পথে কেচিয়াপাড়া বিনি ডাক্তারের বাড়ির সামনের রাস্তায় দুই যুবক আমার পথরোধ করে। এসময় তারা আমাকে ডিসের তার দিয়ে বেধড়ক পেটাতে থাকে। এক পর্যায়ে তারা আমার সঙ্গে থাকা নগদ টাকা ও ব্যবহারের মোবাইল ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।’

দক্ষিণ ভূর্ষি ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক জাহাঙ্গীর আলম বলেন, ‘ওই স্থানটিতে প্রায়সময় ছিনতাইয়ের ঘটনা ঘটে আসছে। খানমোহনা এলাকার কিছু উচ্ছৃঙ্খল ছেলে রয়েছে। তারা ওই স্থানে প্রায়সময় আড্ডা ও অসমাজিক কর্মকান্ড করে আসছে। সর্বশেষ এক মসজিদের ইমাম থেকে মোবাইল চিনিয়ে নিয়েছে ওই চক্রটি। থানা পুলিশের টহল টিম জোরদার না থাকাতে মূলত এসব ছিনতাইয়ের বারবার ঘটে আসছে। তিনি থানা পুলিশের টহল জোরদার করার দাবী জানিয়েছেন।’

পটিয়া থানার ওসি বোরহান উদ্দিন পূর্বকোণকে জানান, ‘এ ঘটনায় একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। ছিনতাইকারী চক্রটি শনাক্ত করতে অভিযান অব্যাহত রয়েছে।’

 

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট